সিনচিয়াং ও হংকং ইস্যুতে চীন সরকারের অবস্থানকে সমর্থন করে আন্তর্জাতিক সমাজ
  2019-09-12 14:32:09  cri
সেপ্টেম্বর ১২: ১০ ও ১১ সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৪২তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে সন্ত্রাসদমন ও চরমপন্থা নির্মূলের সাফল্যের ব্যাপক প্রশংসা করেন বিভিন্ন দেশ ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এর পাশাপাশি হংকংয়ের বিক্ষোভকারীদের প্রতি সহিংসতা বন্ধ করার আহ্বান জানানো হয় এবং সেখানে বিদেশি শক্তির হস্তক্ষেপের প্রতিবাদ জানানো হয়।

মানবাধিকার সংরক্ষণে চীন সরকারের ধারাবাহিক ব্যবস্থার প্রশংসা করেছে উত্তর কোরিয়া। সিনচিয়াংয়ে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে হিংসাত্মক ও সন্ত্রাসী অপরাধে আঘাত হানার পদক্ষেপ ব্যাপক প্রশংসিত হয়েছে। জেনিভায় নিযুক্ত ইয়েমেনের প্রতিনিধি সিনচিয়াংয়ের কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেছেন। তিনি চীনের শিক্ষা, উন্নয়ন, দারিদ্র্যমোচন ও সন্ত্রাসদমনে বিভিন্ন প্রচেষ্টা- বিশেষ করে সিনচিয়াংয়ের সাফল্যের মূল্যায়ন করেন।

লাওস প্রতিনিধি বলেন, হংকংয়ের প্রতিবাদ শান্তিপূর্ণ বিক্ষোভ নয়, এটি গুরুতরভাবে স্থানীয় শান্তি, স্থিতিশীলতা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত করেছে। উত্তর কোরিয়ার প্রতিনিধি বলেন, কোনো দেশ, সংস্থা বা ব্যক্তি চীনের সার্বভৌমত্বের নিরাপত্তা এবং 'এক দেশ দুই সামাজিক ব্যবস্থা' নীতি লঙ্ঘন করতে পারে না। হংকং চীনের অংশ; চীনের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের অপচেষ্টা সহ্য করবে না চীন সরকার।

তা ছাড়া, অনেক বেসরকারি সংস্থাও হংকংয়ের সহিংস তত্পরতার সমালোচনা ও নিন্দা জানিয়েছে।(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040