বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী ও জাপানি অর্থনৈতিক প্রতিনিধিদলের আলোচনাসভা
  2019-09-12 14:32:08  cri

সেপ্টেম্বর ১২: গতকাল (বুধবার) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং জাপানি অর্থনৈতিক মহলের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত্ করেন এবং তাদের সঙ্গে একটি আলোচনাসভায় বসেন। জাপানের প্রধান কোম্পানির দুই শতাধিক দায়িত্বশীল ব্যক্তি এতে অংশ নেন।

লি খ্য ছিয়াং বলেন, দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় গত বছর থেকে চীন-জাপান সম্পর্ক সঠিক পথে ফিরে আসে এবং দু'দেশের আর্থ-বাণিজ্য সহযোগিতা স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির বিশ্বায়ন অপরিবর্তনীয় এবং দেশের সীমান্ত আর্থ-বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রে বাধা হওয়া উচিত নয়। চীন সবসময় বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করে, বাণিজ্যিক বিনিয়োগের সুবিধা ও সহজায়ণ এগিয়ে নিয়ে যায় এবং বাজারমুখী, আইন প্রশাসন ও আন্তর্জাতিক ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করে। চীনে জাপানের বিনিয়োগ বাড়াতে স্বাগত জানায় বেইজিং এবং সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করে দু'দেশের আর্থ-বাণিজ্য সহযোগিতায় আরও অগ্রগতি অর্জন করবে চীন।

জাপানি প্রতিনিধিদল গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানায়। টোকিও বিজ্ঞান নবায়ন, জলবায়ু পরিবর্তন, বয়োবৃদ্ধি মোকাবিলা, স্বাস্থ্যসেবাসহ নানা ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক বলে উল্লেখ করে দলটি। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040