চীনে জাতীয় মানদণ্ডে অর্জিত প্রকল্পের সংখ্যা ৩৭ হাজার
  2019-09-12 14:29:21  cri
চীনের জাতীয় মানদণ্ড ব্যবস্থাপনা কমিটির মহাপরিচালক গতকাল (বুধবার) বেইজিংয়ে বলেন, এ পর্যন্ত, চীনের জাতীয় মানদণ্ডে অর্জিত প্রকল্পের সংখ্যা ৩৭ হাজার হয়েছে; এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানো প্রকল্পের সংখ্যা ৫৮৩টি। বিগত ৭০ বছরে চীনের মানদণ্ড ব্রত 'উত্স অনুসন্ধান', 'উন্মুক্ত উন্নয়ন' এবং 'সার্বিক উন্নয়ন'সহ বিভিন্ন পর্যায় অতিক্রম করেছে। এই প্রক্রিয়ায় মানদণ্ডের সংখ্যা ও গুণগত মান ব্যাপকভাবে উন্নত হয়েছে। পাশাপাশি, মানদণ্ড ব্যবস্থাও দিন দিন সুসংহত হয়েছে। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয়েই আলোচনা করবো।

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরে, চীনের মানদণ্ডসংক্রান্ত আইনগত ব্যবস্থা অব্যাহতভাবে সুসংহত হয়ে এসেছে। এই প্রক্রিয়ায় মানদণ্ডের সংখ্যা ও গুণগত মান ব্যাপকভাবে উন্নত হওয়ার পাশাপাশি, মানদণ্ডসংক্রান্ত ব্যবস্থা ও গৃহীত ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে কাজে লাগানো হয়। বর্তমান চীনে জাতীয় মানদণ্ডে অর্জিত প্রকল্পের সংখ্যা ৩৬ হাজার ৮৭৭টি। চীনের জাতীয় বাজার তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা সাধারণ ব্যুরোর উপ-মহাপরিচালক এবং জাতীয় মানদণ্ড ব্যবস্থাপনা কমিটির মহাপরিচালক থিয়ান শি হুং এদিন রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিগত ৭০ বছরে চীনের মানদণ্ড কর্মকাণ্ডে তিনটি ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। এ সম্পর্কে তিনি বলেন,

'এক, সরকার ও বাজারের সমন্বয় করা হয়েছে। আগে সরকার যে মানদণ্ড নির্ধারণ করেছিল, শিল্পপ্রতিষ্ঠান নিশ্চয়ই সেই মানদণ্ড অনুযায়ী কাজ করছিল। এই পরিবর্তনমূলক ব্যবস্থার মাধ্যমে বাজারের প্রধান ভূমিকা উল্লেখযোগ্য। দুই, শিল্প খাতের সমন্বয় করা। তিন, আন্তর্জাতিক মানদণ্ডকে বহুমুখী করা'।

মহাপরিচালকের কথা অনুযায়ী, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর পর চীনে মানদণ্ড কর্মকাণ্ড আন্তর্জাতিক পর্যায়ে উঠে যায়। সক্রিয়ভাবে আন্তর্জাতিক মানদণ্ড ব্যবহার করেছে চীন। এভাবে, জাতীয় মানদণ্ডে অর্জিত প্রকল্পগুলোর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে পৌঁছানো প্রকল্পের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। পাশাপাশি, সক্রিয়ভাবে আন্তর্জাতিক মানদণ্ড সংস্থা এবং আন্তর্জাতিক ইলেক্ট্রো টেকনিক্যাল কমিশনের কাছে আন্তর্জাতিক মানদণ্ডের প্রস্তাবও দাখিল করে চীন। প্রস্তাবের বার্ষিক প্রবৃদ্ধির হার ইতোমধ্যেই ২০ শতাংশে দাঁড়িয়েছে। প্রস্তাব দাখিলকারী দেশগুলোর মধ্যে অন্যতম তত্পর দেশ হচ্ছে চীন। পরিসংখ্যানে বলা হয়, বর্তমান চীনে আন্তর্জাতিক মানদণ্ডে কাজ করা সচিবালয়ের সংখ্যা ৮৯টি। আন্তর্জাতিক মানদণ্ড সংস্থায় নিবন্ধিত চীনা বিশেষজ্ঞদের সংখ্যা ৫ হাজার।

মহাপরিচালক আরও বলেন, নতুন সূচনার প্রেক্ষাপটে চীন অব্যাহতভাবে মানদণ্ড কর্মকাণ্ডের সংস্কার এগিয়ে নেবে। নতুন সময়পর্বে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক আধুনিকায়ন প্রতিষ্ঠাকাজে সেবা দেওয়ার যথাসাধ্য চেষ্টা চালাবে কর্তৃপক্ষ। তিনি বলেন, বর্তমান চীনে জাতীয় মানদণ্ড কৌশল নির্ধারণ করা হচ্ছে। এই প্রক্রিয়ায় উচ্চ গুণগত মানের উন্নয়নসংক্রান্ত মানদণ্ড ব্যবস্থা দ্রুত গড়ে তোলা হবে। এ সম্পর্কে তিনি বলেন,

'নির্ধারণকাজে আন্তর্জাতিক মানদণ্ড উন্নয়ন, গ্রামীণ পুনরুত্থান, ঐতিহ্যবাহী শিল্পের উন্নয়ন, নতুন শিল্পের উন্নয়ন এবং প্রাকৃতিক সভ্যতা প্রতিষ্ঠাসহ বিভিন্ন খাতের বিষয়কে তুলে ধরা হবে। এটি উচ্চ গুণগত মানের উন্নয়ন বৃদ্ধিতে সহায়ক'।

তিনি আরও বলেন, ভবিষ্যতে উচ্চ গুণগত মানের বৈদেশিক উন্মুক্তকরণের মানদণ্ড ব্যবস্থা গড়ে তুলবে চীন। 'এক অঞ্চল, এক পথ' প্রতিষ্ঠাকাজে সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড সংস্থার সঙ্গে সহযোগিতা ও বিনিময় জোরদার করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040