সুরের ধারার---ব্যান্ডের গরমকাল'(2)
  2019-09-12 14:21:31  cri


ব্যান্ড গানগুলো সাধারণত রক সংগীত। ব্যান্ড সংগীতের উচ্চ মাত্রার বাদ্যযন্ত্র, যন্ত্রসংগীত এবং গানের প্রচণ্ড উত্সাহ-উদ্দীপনা যুবকদের আকর্ষণ করে। বিগত গরমকালে চীনে একটি ব্যান্ড সম্পর্কিত অনুষ্ঠান অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে এবং বেশ জনপ্রিয় হয়েছে। সেটি হলো- 'ব্যান্ডের গরমকাল'। অনুষ্ঠানে ৩১টি চমত্কার ব্যান্ড দর্শকদের অনেক সুন্দর গান পরিবেশন করেছে। গত সপ্তাহের অনুষ্ঠানে ইতোমধ্যে সবাইকে অনুষ্ঠানের কিছু ব্যান্ড পরিচয় করিয়ে দিয়েছি, আর আজকের অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানটির আরো কিছু সুন্দর গান শুনবো।

'ব্যান্ডের গরমকাল' অনুষ্ঠানে চীনের বিভিন্ন স্থানের ৩১টি ব্যান্ড অংশ নেয়। অনুষ্ঠানে নানা রকম পারফরমেন্সের মাধ্যমে অবশেষে দর্শকরা সবচেয়ে জনপ্রিয় ৫টি ব্যান্ড বেছে নেয়। তবে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড হওয়াটাই গুরুত্বপূর্ণ নয়; কারণ বড় সংগীত উত্সবের মতো এ অনুষ্ঠানে দর্শকদের রক সংগীতের আকর্ষণ অনুভব করানো সব ব্যান্ডের লক্ষ্য! আর তারা সত্যিই তা করতে পেরেছে।

বন্ধুরা, এখন শুনুন ব্যান্ড 'পেনিসিলিনের' (Penicillin) একটি গান 'the summer star'। গান ১

পেনিসিলিন ব্যান্ড ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে তারা অনেকগুলো কনসার্ট করেছে। পেনিসিলিনের অনেক গান ইংরেজি গান এবং গানের নরম ও সূক্ষ্ম অনুভূতির জন্য পরিচিত। তাদের গান সবসময় ক্লান্ত জীবনে রোমান্টিক স্বপ্ন দিতে পারে, যেন তাদের গানে 'পৃথিবীকে আলিঙ্গন করো'। এই গানে বলা হয়, প্রতিটি আত্মার জন্য একটি নিখুঁত ভূমি সৃষ্টি করা, যাতে তারা মুক্তভাবে বড় হতে পারে। তারা তারকাময় আকাশে ভরে যাবে, রাতের মিষ্টি স্বপ্নে পরিণত হবে, তারা সব হাস্যকর ভুল ক্ষমা করবে, অবশেষে মানুষের ভিড়ে মিশে যাবে। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ২

পেনিসিলিনের গান শুনে এখন অনুষ্ঠানের অন্য একটি খুব বৈশিষ্ট্যময় ব্যান্ডের গান শুননো, ব্যান্ডের নাম 'জিউ লিয়ান চেন রেন'। চীনের কুয়াংতোং প্রদেশের উত্তরাঞ্চলের একটি ছোট জেলা লিয়ান পিংয়ে এই ব্যান্ড গঠিত হয়, আর তাদের অধিকাংশ গান স্থানীয় ভাষা-হাক্কাতে গাওয়া হয়েছে। খুব ছোট জায়গা থেকে বড় শহরের মঞ্চে প্রবেশের জন্য তারা অনেক চেষ্টা করেছে। তারা তাদের 'স্বপ্নের জন্য কোনো ছাড় দেবে না'। এটাই তাদের বিশ্বাস এবং তাদের রক সংগীতের মূল কথা। 'যুবক ছোট করে দেখো না' এই গানে বাবা ও ছেলের সংলাপের মাধ্যমে এক যুবকের নিজের স্বপ্ন অনুসরণের দৃঢ়প্রতিজ্ঞা প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখন 'জিউ লিয়ান চেন রেন' ব্যান্ডের এই গানটি শুনুন। গান ৩

এবার আমরা শুনবো 'জিউ লিয়ান চেন রেন' ব্যান্ডের অন্য একটি গান 'শীতের বাতাস'। গানে বলা হয়, শীতের বাতাস বইছে, রাতে ঠান্ডা পড়ে। লোকেরা উষ্ণ কাপড় পরতে চায়, মজার খাবার খেতে চায়। এমন সুখী জীবন চাইলে চেষ্টা করতে হয়। গান ৪

পরের ব্যান্ডটি চীনা রক ব্যান্ডের অগ্রদূত। এই ব্যান্ডের নাম 'মিয়ান খোং' অর্থাত 'মুখ'। ব্যান্ডটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। সেটি ছিলো চীনের রক সংগীতের বাজার সমৃদ্ধির শুরুর সময়। 'মিয়ান খোং' ব্যান্ড তাদের শক্তিশালী সংগীতশৈলীর জন্য তখনকার সংগীতে নেতৃত্ব দিয়েছে। বন্ধুরা, এখন শুনুন তাদের একটি প্রতিনিধিত্বকারী গান 'স্বপ্ন'। গান ৫

'নান উ' ব্যান্ডও খুব বৈশিষ্ট্যময় একটি ব্যান্ড। অন্য ব্যান্ডের মতো শুধু রক সংগীত রচনা করাই নয়; নান উ ব্যান্ড চীনা সংস্কৃতির ভিত্তিতে প্রাচ্য ও পাশ্চাত্যের সংগীতের বৈশিষ্ট্য মিলে তাদের বিশেষ সংগীত সৃষ্টি করেছে। তাদের গানগুলোতে বেশিরভাগই জীবনের ছোট গল্প বলা হয়েছে; আর এসব ছোট গল্প থেকে জীবনের বড় ধারণা বোঝা যায়।

বন্ধুরা, এখন শুনুন তাদের একটি সুন্দর গান 'বসন্তকাল এসেছে'। গান ৬

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ব্যান্ড 'Mr. Lu'র গান 'ছুন ফেন শি লি' শুনবো। এই গান ২০১৭ সালে সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পেয়েছে। বন্ধুরা, এখন গানটি শুনুন। গান ৭

 

(তুহিনা/তৌহিদ/ছাই)

 

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040