বেইজিংয়ে চীন-কাজাখস্তান প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক
  2019-09-11 19:38:29  cri
সেপ্টেম্বর ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) বিকেলে বেইজিংয়ে গণমহাভবনে সফররত কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে প্রেসিডেন্টদ্বয় একমত হন যে, দু'দেশ পারস্পরিক কল্যাণে চীন-কাজাখস্তান টেকসই সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে।

সি চিন পিং বলেন, আর কিছুদিন পর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী পালিত হবে। গত ৭০ বছরে সিপিসি'র নেতৃত্বে চীন বিশাল অগ্রগতি অর্জন করেছে। চীন অব্যাহতভাবে সংস্কার ও উন্মুক্তকরণ সম্প্রসারণ করে যাবে এবং গুণগত উন্নয়ন সাধনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। যে কোনো চ্যালেঞ্জ চীনের উন্নয়ন ব্যাহত করতে করবে না।

সি চিন পিং আরও বলেন, চীন কাজাখস্তানের সঙ্গে সার্বিকভাবে সম্পর্কোন্নয়ন করতে এবং জ্বালানিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

জবাবে কাসিম জোমার্ত তোকায়েভ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে শুভেচ্ছা জানান। তিনি বলেন, চীন যে অগ্রগতি অর্জন করেছে, তা দেশটির জন্য নয়, সারা বিশ্বের জন্য অনুকূল হয়েছে। কাজাখস্তান চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী ও টেকসই সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগিয়ে সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040