সি চিন পিং'র সঙ্গে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তার সাক্ষাত
  2019-09-11 18:47:49  cri
সেপ্টেম্বর ১১: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং'র সঙ্গে আজ (বুধবার) বিকেলে বেইজিংয়ে গণমহাভবনে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের নবনির্বাচিত পঞ্চম প্রধান নির্বাহী কর্মকর্তা হ্য ই ছেং সাক্ষাত করেন।

সাক্ষাতের সময় সি চিন পিং হ্য ই ছেংকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘকাল ধরে হ্য দেশ ও ম্যাকাওকে ভালোবেসে আসছে এবং ম্যাকাও'র জন্য সেবা করে আসছে এবং দেশের সংস্কার ও উন্মুক্তকরণ ও আধুনিক গঠনের জন্য ব্যাপক অবদান রেখেছে, তার প্রশংসা করে চীনের কেন্দ্রীয় সরকার। বিপুল ভোট পেয়ে হ্য ই ছেং নির্বাচিত হওয়ায় তার স্বীকৃতি পাওয়া গেছে।

সি চিন পিং আরও বলেন, চলতি বছর ম্যাকাও মাতৃদেশের কোলে ফিরে আসার ২০তম বার্ষিকী। সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা হ্য হৌহ হুয়া ও ছুই শি আন'র নেতৃত্ব ম্যাকাওয়ের বিভিন্ন মহল 'এক চীন, দুই সামাজিক ব্যবস্থার ভিত্তিতে অঞ্চলটি'র দ্রুত উন্নয়ন সাধন করেছেন। হ্য ই ছেং ম্যাকাও'র বাস্তব পরিস্থিতিতে ম্যাকাওয়ের নতুন অধ্যায় সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন সি চিন পিং।

সাক্ষাতে হ্য ই ছেং বলেন, ম্যাকাওয়ের পঞ্চম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি খুব আনন্দিত। চীনের কেন্দ্রীয় সরকার ও প্রেসিডেন্ট সি চিন পিং'র নেতৃত্বে 'এক দেশ, দুই সামাজিক ব্যবস্থা'র মূল নীতিতে অঞ্চলটির সুদূরপ্রসারী উন্নয়ন সাধন করবেন হ্য ই ছেং। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040