সেপ্টেম্বর ১১: সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের সহযোগিতা ও সাংস্কৃতিক যোগাযোগ আরো ঘনিষ্ঠ হয়েছে। বাংলাদেশিদের কাছে আরো ভালোভাবে চীনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) ও বাংলাদেশের আরটিভি যৌথভাবে টিভি অনুষ্ঠান 'চায়না আওয়ার' তৈরির সিদ্ধান্ত নেয়। এতে পর্যটন, চীনা ভাষা শিক্ষা, চীনা খাবার ইত্যাদি বিষয়ের মাধ্যমে চীনের সংস্কৃতি পরিচয় করিয়ে দেয়া হবে।
আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান প্রতিনিধি হিসেবে আজ (বুধবার) সিআরআই এসে এই সহযোগিতা প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেন। সিআরআই'র প্রতিনিধি সুন চিং লি দু'পক্ষের এই সহযোগিতায় অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দু'দেশের আরো ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতার আশা প্রকাশ করেন।
(তুহিনা/টুটুল)