সেপ্টেম্বর ১১: মার্কিন থিঙ্কট্যাঙ্ক দ্য পিটার্সন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনোমিকসের সিনিয়র গবেষক নিকোলাস আর. লার্দি গতকাল(মঙ্গলবার) একটি প্রবন্ধে জানান, চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সংঘর্ষে চীনে সরাসরি বিদেশি বিনিয়োগ কমে নি।
কিছু কিছু মার্কিন রাজনীতিবিদ বলেছেন যে, চীনা আমদানি পণ্যের উপর শল্ক আরোপ করার পর অনেক বিদেশি পুঁজি বিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠান চীন থেকে চলে গেছে। প্রবন্ধে তিনি এ কথা অস্বীকার করেন।
লার্দি মনে করেন, যুক্তরাষ্ট্র চীনা আমদানি পণ্যের উপর শল্ক আরোপ করলেও চীনে এখনো বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ রয়েছে। (আকাশ/রুবি/টুটুল)