হংকং বিষয়ে মার্কিন হস্তক্ষেপ বন্ধের তাগিদ বেইজিংয়ের
  2019-09-11 18:24:57  cri

সেপ্টেম্বর ১১: আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হু ছুন ইং মার্কিন কোনো কোনো ব্যক্তির সহিসংতা ও অবরোধ চক্রান্ত এবং হংকং বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেন।

মার্কিন কংগ্রেসম্যান গতকাল (মঙ্গলবার) হংকংয়ে আইন প্রয়োগের সরঞ্জাম বিক্রি বন্ধ করার প্রস্তাব উত্থাপন করবে বলে ঘোষণা করে। এ প্রসঙ্গে হুয়া ছুন ইং বলেন, সম্প্রতি হংকংয়ে যে ঘটনা ঘটেছে তা সবাই জানে। অনেক বেশি আন্তর্জাতিক প্রধান তথ্যমাধ্যম হংকংয়ের সত্য অবস্থা প্রচার করেছে।

হুয়া ছুন ইং জোর দিয়ে বলেন, কার্মিন কোনো কংগ্রেসম্যান একদিকে অবরোধ ও সহিসংতাকে মানবাধিকার ও মুক্তি হিসেবে সুন্দর করে তোলে, অন্যদিকে তারা হংকং পুলিশের আইন প্রয়োগের আরচণকে অতিরিক্ত সহিংসতা হিসেবে অপবাদ দেয়। তা মুক্তি, মানবাধিকার ও গণতন্ত্রের জন্য বৃহত্তম অবমাননা! তিনি জোর দিয়ে বলেন, হংকং বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং যে কোনো বিদেশি সরকার, সংস্থা বা ব্যক্তি এতে হস্তক্ষেপ করতে পারে না। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040