বহিঃর্ভূত তালিকা প্রকাশ করে আর্থ-বাণিজ্যিক সংঘাতের নেতিবাচক প্রভাব প্রশমন করেছে চীন: সিআরআই সম্পাদকীয়
  2019-09-11 17:21:58  cri
সেপ্টেম্বর ১১: চীনের রাষ্ট্রীয় পরিষদের শুল্কনীতি বিষয়ক কমিশন আজ (বুধবার) মার্কিন পণ্যের ওপর চীনের শুল্ক আরোপিত বহিঃর্ভূত তালিকা প্রকাশ করেছে। যা আগামী ১৭ সেপ্টেম্বর কার্যকর হবে। এটি যুক্তরাষ্ট্রের চালিত আর্থ-বাণিজ্যিক সংঘাতের পর চীনের প্রথমবারের মতো বহিঃর্ভূত পণ্য তালিকা প্রকাশ। যার লক্ষ্য হচ্ছে চীনে নানা শিল্পপ্রতিষ্ঠানের ওপর আর্থ-বাণিজ্যিক সংঘাতের নেতিবাচক প্রভাব কমিয়ে আনা। তাতে চীনের দায়িত্বশীলতা প্রতিফলিত হয়। আজ (বুধবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়, যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও সংরক্ষণবাদের প্রতিবাদে চীন তিন দফা পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীনের শুল্ক আরোপের মূল লক্ষ্য শিল্পপ্রতিষ্ঠানের শুল্ক আদায় নয়, বরং দেশ ও জনগণের স্বার্থ সংরক্ষণ করা। বাণিজ্যিক সংঘাতে কোনো বিজয়ী নেই, যা শিল্পপ্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চীন বাণিজ্যিক সংঘাতের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি যথাসাধ্য চীনে নানা শিল্পপ্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করে যাবে চীন।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, বহিঃর্ভূত তালিকা প্রকাশের এক বছরের মধ্যে চীন সে পণ্যের ওপর আরও শুল্ক আরোপ করবে না। যে শুল্ক ফেরত দেওয়া যায়, তাদের শুল্ক ফেরত দেয়া হবে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040