জর্দান ভ্যালি ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করবে নেতানিয়াহু; তীব্র নিন্দা ফিলিস্তিনের
  2019-09-11 16:19:49  cri

সেপ্টেম্বর ১১: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (মঙ্গলবার) বলেন, যদি তার নেতৃত্বে লিকুদ পার্টি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে জয় লাভ করে তাহলে জর্দান ভ্যালি নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করবে ইসরাইল। এ মন্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা জানায় ফিলিস্তিন।

এদিন এক টিভি ভাষণে নেতানিয়াহু বলেন, জর্দান ভ্যালি নিজ ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা তা ঐতিহাসিক পদক্ষেপ এবং জর্দান নদীর পশ্চিম তীর অঞ্চলে ইসরাইলের ব্যাপক সার্বভৌমত্ব অর্জনের প্রথম পদক্ষেপ।

এদিকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইস্তায়া এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহু শান্তি প্রক্রিয়ার লঙ্ঘনকারী। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, যদি নেতানিয়াহু জর্দান ভ্যালি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে তাহলে দু'পক্ষের সব চুক্তি অকার্যকর হবে। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040