বিশ্ব টেলিযোগাযোগ প্রদর্শনীতে 'পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহারবিষয়ক শ্বেতপত্র' প্রকাশ করেছে চীনের হুয়াওয়েই
  2019-09-11 16:19:52  cri
সেপ্টেম্বর ১১:চীনের হুয়াওয়েই কোম্পানি গতকাল (মঙ্গলবার) হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব টেলিযোগাযোগ প্রদর্শনীতে 'পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহারবিষয়ক শ্বেতপত্র' প্রকাশ করেছে। পাশাপাশি বিশ্ব শৈল্পিক সংস্থা ও তত্ত্বাবধান সংস্থার প্রতি পঞ্চম প্রজন্মের প্রযুক্তি ব্যবহারের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছে হুয়াওয়েই।

শ্বেতপত্রে বলা হয়েছে, পঞ্চম প্রজন্ম প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পঞ্চম প্রজন্মের প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ হবে। নেটওয়ার্ক গ্রাহকদের নেট দর্শনের সুষ্ঠু অভিজ্ঞতা প্রদান করবে পঞ্চম প্রজন্ম ।

শ্বেতপত্রে বিশ্বের একান্ত মানদণ্ড প্রণয়নের আহ্বানও জানানো হয়।

শ্বেতপত্রে আরও বলা হয়, পঞ্চম প্রজন্মের উন্নয়নে স্বাস্থ্যকর ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এর উন্নয়নে অপারেটর, সরঞ্জাম ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে হবে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040