রয়টার্সের পরিচালক ও দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের উপপরিচালকের সঙ্গে সিএমজি মহাপরিচালকের সাক্ষাত্
  2019-09-11 10:32:33  cri
সেপ্টেম্বর ১১: চীনে '২০১৯ সালে রেশমপথ টেলিভিশন আন্তর্জাতিক সহযোগিতা গ্রুপের শীর্ষ ফোরামে' অংশগ্রহণকারী রয়টার্সের পরিচালক মাইকেল ফ্রিডেনবার্গ ও দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) উপপরিচালক ব্র্যাড চীনের উপপ্রচারমন্ত্রী এবং চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি'র মহাপরিচালক শেন হাই সিওংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

ফ্রিডেনবার্গের সঙ্গে সাক্ষাত্কালে শেন হাই সিওং বলেন, রয়টার্স হলো বিশ্ব বিখ্যাত গুরুত্বপূর্ণ গণমাধ্যম। এর আর্থিক তথ্য বরাবরই শিল্পজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সত্য, উদ্দেশ্য ও ন্যায় হলো সিএমজি'র তথ্য প্রচারের মৌলিক নীতি। সিএমজি তথ্য বিনিময়, আর্থিক তথ্য অভিন্ন উপভোগ ও গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য প্রচারের ক্ষেত্রে রয়টার্সের সঙ্গে সহযোগিতা করতে চায়।

জবাবে ফ্রিডেনবার্গ সম্পূর্ণভাবে শেন হাই সিওংয়ের সঙ্গে একমত হন। তিনি বলেন, রয়টার্স চীনের বাজার এবং সিএমজি'র সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দেয়।

ব্র্যাডের সঙ্গে সাক্ষাত্কালে শেন হাই সিওং বলেন, বিদেশে শাখা নির্মাণ, বহুভাষিক আন্তর্জাতিক তথ্য প্রচার ও আন্তর্জাতিক সম্প্রচার নেটওয়ার্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সিএমজি ও এপি'র সহযোগিতায় সাফল্য অর্জিত হয়েছে। পরবর্তী ধাপে সিএমজি অব্যাহতভাবে এপি'র সঙ্গে সহযোগিতা, যোগাযোগ ও অভিন্ন কল্যাণ বাড়াতে চায়।

এদিকে ব্র্যাড বলেন, এপি'র দৃষ্টিতে সিএমজি হলো অংশীদার, বন্ধু ও অসাধারণ সহযোগী; কিন্তু, প্রতিদ্বন্দ্বী নয়। এপি সিএমজিকে আন্তর্জাতিক গণমাধ্যম মহলে উদ্দেশ্য ও ন্যায্য কণ্ঠ তুলে ধরায় সমর্থন দেয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040