চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন মার্কিন শিল্পপতিরা
  2019-09-11 10:24:31  cri
সেপ্টেম্বর ১১: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন 'চীন-যুক্তরাষ্ট্র শিল্পপতি সংলাপে' অংশগ্রহণকারী মার্কিন প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধিরা লি খ্য ছিয়াংয়ের কাছে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেছেন।

লি খ্য ছিয়াং বলেন, এ বছর হলো দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। ৪০ বছরে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক অব্যাহতভাবে উন্নত হয়েছে এবং পারস্পরিক স্বার্থ ও অভিন্ন কল্যাণ বাস্তবায়িত হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল ও উন্নত দেশ। দু'দেশের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে। দু'দেশের উচিত নেতাদের মতৈক্য অনুযায়ী সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমিল পাশে রেখে মিল খোঁজা, যাতে মতভেদ সমাধানে একটি গ্রহণযোগ্য পথ বের হয়।

তিনি আরো বলেন, চীনের বৈদেশিক উন্মুক্তকরণের দরজা আরো প্রসারিত হবে। চীন বর্তমানে সুষ্ঠু বাজার পরিবেশ, আইনের শাসন প্রতিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণ ব্যবসায়ের পরিবেশ গড়ে তোলার চেষ্টা করবে। চীন সরকার দেশি ও বিদেশি প্রতিষ্ঠানগুলোকে একই মানদণ্ডের সুবিধা দেবে এবং মেধাস্বত্বের ওপর আরো বেশি গুরুত্ব দেবে। চীনের বিরাট বাজার রয়েছে। চীন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠানকে চীনে বিনিয়োগ ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতার জন্য স্বাগত জানায়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040