বিদেশি গবেষকদের দমন বন্ধ করার আহ্বান মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার
  2019-09-10 19:38:44  cri

সেপ্টেম্বর ১০: মার্কিন ৬০টি বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা সম্প্রতি একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে মার্কিন সরকারকে বিদেশি গবেষকদের দমন ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় বাধা দেয়া বন্ধ করার আহ্বান জানানো হয়। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে বলেন, মার্কিন বিজ্ঞান ও প্রযুক্তি মহল অনেক বার এমন আহ্বান জানিয়েছে। আশা করি, মার্কিন সংশ্লিষ্ট বিভাগ এমন যুক্তিযুক্ত কণ্ঠ শুনে যুক্তরাষ্ট্রে চীনা গবেষক ও শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্বশীল থাকবে।

হুয়া ছুন ইং বলেন, এত বেশি মার্কিন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তিগত বিনিময় ও বৈজ্ঞানিক সহযোগিতাকে সমর্থন করেন, তা প্রমাণ করে চীন-মার্কিন সাংস্কৃতিক বিনিময় জোরদার করা তা জনগণের মন ও ইচ্ছা এবং উভয়ের কল্যাণের সঙ্গে সঙ্গতিপূর্ণ।(শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040