মঙ্গলবার সকালে রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট পাওয়া দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আসামের এনআরসি প্রসঙ্গে তিনি জানান, তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কিছু নেই।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।