মঙ্গলবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে 'গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশনে'র নেতৃবৃন্দের সঙ্গে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। ঢাকায় গ্লোবাল কমিশনের কার্যালয় খোলায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বলেন, নতুন এই অফিস বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের নতুন প্রচেষ্টা এবং ধারনার সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে। চলতি বছরের জুলাই মাসে গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশনের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করেছিল বাংলাদেশ।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।