বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এখনও দক্ষ চীন: সিআরআই সম্পাদকীয়
  2019-09-10 19:24:44  cri
সেপ্টেম্বর ১০: ২০১৯ সালের সিয়া মেন আন্তর্জাতিক বিনিয়োগ মেলা বর্তমানে সিয়া মেনে চলছে। গত ৮ সেপ্টেম্বর 'এক অঞ্চল, এক পথ' কৃষিপণ্য সংক্রান্ত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ২৯৫০ কোটি মার্কিন ডলার। পাশাপাশি জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থা মেলা চলাকালে 'বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৯' প্রকাশ করে। ২০১৮ সালে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ টানা তিন বছরে হ্রাসের প্রেক্ষাপটেও চীনে বৃদ্ধি পেয়েছে। তাতে চীন বিদেশি বিনিয়োগের জন্য এখনও আকর্ষণীয় বলে প্রমাণ পাওয়া গেছে। আজ (মঙ্গলবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়েছে, 'বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৯' অনুযায়ী ২০১৮ সালে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ২০১৭ সালের তুলনায় ১৩ শতাংশ কমেছে। বিপরীতে চীনে এ পরিমাণ ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে, যা ১৩৯০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে, বৃদ্ধির হার ছিল ৪ শতাংশ। চীন অব্যাহতভাবে বিশ্বের বিদেশি বিনিয়োগকারীদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য দেশের অবস্থান দখল করেছে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040