বেইজিংয়ে 'এক অঞ্চল, এক পথ' মিডিয়া কমিউনিটি সামিট ফোরাম-২০১৯ শুরু
  2019-09-10 19:17:11  cri
সেপ্টেম্বর ১০: চায়না মিডিয়া গ্রুপ ও 'এক অঞ্চল, এক পথ' মিডিয়া কমিউনিটির যৌথ উদ্যোগে 'এক অঞ্চল, এক পথ' মিডিয়া কমিউনিটি সামিট ফোরাম-২০১৯ গতকাল (সোমবার) বেইজিংয়ে শুরু হয়। তিনদিনব্যাপী এ ফোরামের প্রতিপাদ্য হচ্ছে 'সার্বিক মিডিয়া মিশ্রণ এবং গুণগত উন্নয়ন'। ৪৩টি দেশ ও অঞ্চলের ৯২টি মিডিয়া সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাসহ চার শতাধিক দেশি-বিদেশি প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।

চীনের সম্প্রচারবিষয়ক উপমন্ত্রী ওয়াং সিয়াও হুই এবং সম্প্রচারবিষয়ক উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের মহাপরিচালক শেন হাই সিয়োং এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং দেশি-বিদেশি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় উপমন্ত্রী ওয়াং সিয়াও হুই বলেন, 'এক অঞ্চল, এক পথ' মিডিয়া কমিউনিটি 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের আওতায় সাংস্কৃতিক আদান-প্রদানের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

মিডিয়া কমিউনিটির পরিষদ প্রতিষ্ঠা অনুষ্ঠানে শেন হাই সিয়োং বলেন, মিডিয়া কমিউনিটি প্রতিষ্ঠার তিন বছরে অনুষ্ঠান ভাগাভাগি, সহযোগিতার মাধ্যমে শুটিং, জনশক্তি বিনিময়সহ নানান ক্ষেত্রে বাস্তব সহযোগিতা চালানো হয়েছে। যা বিশ্ব মিডিয়ার নব্যতাপ্রবর্তনশীল উন্নয়ন সৃষ্টি করেছে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040