জাতিসংঘ মানবাধিকার পরিষদে হংকংয়ের সহিংসতার অবসান ঘটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাবেন হংকংয়ের নারী প্রতিনিধি
  2019-09-10 16:05:20  cri
সেপ্টেম্বর ১০: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৪২তম সম্মেলন গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের জেনিভায় শুরু হয়েছে। হংকংয়ের নারী ফেডারেশনের চেয়ারম্যান পেন্সি হো চিউ-কিং এবং তত্ত্বাবধান উপদেষ্টা উ শু ছিং বেসরকারি সংস্থার প্রতিনিধি হিসেবে এ সম্মেলনে অংশ নেন। তারা আজ (মঙ্গলবার) ও আগামীকাল (বুধবার) সম্মেলনে ভাষণ দেবেন এবং আন্তর্জাতিক সমাজের কাছে হংকংয়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরবেন। সম্মেলনে তারা হংকংবাসীদের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার পরিষদে হংকংয়ের সহিংসতার অবসান ঘটিয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাবেন।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের কাছে পেন্সি হো চিউ-কিং ভাষণের দলিল উত্থাপন করেছেন। তার এবারের ভাষণের শিরোনাম 'হংকংয়ের বাস্তবতা'।

এ ভাষণে বলা হয়েছে, অল্প কিছু চরমপন্থি বিক্ষোভকারী হংকংয়ের ৭৫ লাখ বাসিন্দার প্রতিনিধিত্ব করে না। গত কয়েক মাসে হংকংয়ে সংগঠিত ও পূর্বকল্পিত সহিংস ঘটনা ঘটেছে, যা হংকংবাসীদের কাছে গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, জাতিসংঘ মানবাধিকার পরিষদের এ সম্মেলনে ভাষণ দিতে চান তিনি। কারণ হংকংয়ে সহিংসতার তীব্রতা বেড়েছে, যা হংকংয়ের দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করেছে। হংকংবাসীদের দৈনন্দিন জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কি জানমাল হুমকির মুখে পড়েছে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040