হুলুনবের শহরে 'প্রাকৃতিক পরিবেশের প্রতিদ্বন্দ্বিতা জোরদার' বিষয়ে সংলাপ অনুষ্ঠিত
  2019-09-10 15:58:54  cri
সেপ্টেম্বর ১০: গতকাল (সোমবার) চীনের ইনারমঙ্গোলিয়ার হুলুনবের শহরে 'প্রাকৃতিক পরিবেশের প্রতিদ্বন্দ্বিতা জোরদার' বিষয়ে সংলাপ শুরু হয়েছে। বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা সংলাপে উপস্থিত ছিলেন।

চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি'র ভাইস চেয়ারম্যান হো ওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রাকৃতিক সভ্যতা নির্মাণের পাশাপাশি বিশ্বের প্রাকৃতিক পরিবেশ প্রশাসনে অংশ নিয়েছে বেইজিং; যা মানবজাতির দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রতিফলিত করেছে। এ সম্মেলন বিশ্বের টেকসই উন্নয়নে আরো বেশি চীনা বুদ্ধি, প্রস্তাব ও শক্তি দেবে বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা বিভাগের চীনে নিযুক্ত ভারপ্রাপ্ত প্রতিনিধি দেভানান্দ রামিয়াহ বলেন, সবুজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে চীন, যা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেতৃত্বের ভূমিকা পালন করছে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারি বিভাগ, এনজিও ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে পরিবেশ সংরক্ষণের সমস্যা মোকাবিলা করার আহ্বান জানান তিনি।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040