সেপ্টেম্বর ১০: মাইক্রোসফট কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান আইনি কর্মকর্তা ব্র্যাড স্মিথ ৮ সেপ্টেম্বর ব্লুমবার্গ বিজনেসউইক-এ দেয়া এক সাক্ষাত্কারে বলেন, মার্কিন সরকার চীনের হুয়াওয়ে কোম্পানির বিরুদ্ধে অন্যায় আচরণ করে। তিনি মার্কিন তত্ত্বাবধান সংস্থাকে নিজের আচরণ ব্যাখ্যা করার দাবি জানান।
স্মিথ বলেন, মার্কিন সরকার চীনা কোম্পানিটির বিরুদ্ধে তাদের আচরণের যৌক্তিকতা প্রমাণ করেনি এবং সত্য তথ্য, যুক্তি এবং আইনের শাসন না থকলে এমন পদক্ষেপ নেয়া উচিত্ নয়।
মে মাস থেকে, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় হুয়াওয়ে ও তার ১০০টি অধীনস্থ কোম্পানিকে 'এনটিটি লিস্টে' অন্তর্ভুক্ত করে। স্মিথ চিন্তা করেন, আরও ব্যাপক ও কঠোর বিধিনিষেধ আরোপ হবে। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং বিষয় নিয়ে রপ্তানি নিষেধাজ্ঞা চালু করার কথা বিবেচনা করছে এবং এ বিষয়গুলোতে মাইক্রোসফট বেশ বিনিয়োগ করেছে। (শিশির/টুটুল/রুবি)