চীনে শিক্ষকদের বেতন ব্যাপকভাবে বেড়েছে
  2019-09-10 14:26:06  cri
আজ (মঙ্গলবার) চীনের ৩৫তম শিক্ষক দিবস। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চীনে শিক্ষক দিবস চিহ্নিত হওয়ার পর, চীনা শিক্ষকের সংখ্যা ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনা শিক্ষক দলের আয়তন ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি, শিক্ষকদের বেতনও ব্যাপকভাবে উন্নত হয়েছে। চীনে ১৯টি বড় খাতের মধ্যে শিক্ষকের বেতন সপ্তম অবস্থানে রয়েছে। আজকের সংবাদ পর্যালোচনায় আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।

চীনের ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের 'চালাইথ্য' এলাকার ফেই হাইমিন স্থানীয় অঞ্চলের একজন সাধারণ শিক্ষক। তিনি তৃণমূল পর্যায়ে ইতোমধ্যেই ৩০ বছরের বেশি সময় শিক্ষাদান করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষকদের থাকার জায়গা, ছাত্রাবাস, শিক্ষার্থীদের ডাইনিং রুমসহ ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যবস্থা এবং শিক্ষকদের বেতন বেড়েছে। এ সম্পর্কে তিনি বলেন,

'আমাদের শিক্ষাদান ও জীবনযাপনের পরিবেশ আরও ভালো হয়েছে। বেতনও ক্রমশ বেড়ে যাচ্ছে। গ্রামীণ দরিদ্র অঞ্চলে শিক্ষকরা বিভিন্ন ভর্তুকিও পাচ্ছেন'।

চীনের শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, বর্তমান চীনে বিভিন্ন পর্যায় এবং বিভিন্ন বিষয়ের শিক্ষকদের সংখ্যা ১৬৭ লাখ ৩৮ হাজার ৩শ'রও বেশি। ১৯৮৫ সালে অর্থাত্ চীনা শিক্ষক দিবস শুরু হওয়ার বছরে শিক্ষকের সংখ্যা ছিল ৯৩ লাখ ১৯ হাজার। এরপর শিক্ষকের সংখ্যা ৮০ শতাংশ বেড়েছে। শিক্ষাগত যোগ্যতা থেকে দেখা যায়, ১৯৮৫ সালের তুলনায় স্কুল ও মাধ্যমিক স্কুলে স্নাতক কোর্স ও এর বেশি ডিগ্রিধারী শিক্ষকের সংখ্যা পৃথক পৃথকভাবে ৬.১৫৯ ও ৮০.৫৯ শতাংশ বেশি। পাশাপাশি, গত শতাব্দীর ৮০ দশকে চীনের জাতীয় অর্থনীতির বিভিন্ন খাতে শিক্ষকদের বেতন ছিল পেছন থেকে তৃতীয়।

চীনের অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞান ও সংস্কৃতি বিভাগের উপ-মহাপরিচালক ল্যুই চিয়ান পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, শিক্ষকদের অবস্থা এগিয়ে নিতে শিক্ষা খাতে বেশি ব্যয় করেছে কেন্দ্রীয় অর্থ বিভাগ। পাশাপাশি, শিক্ষকদের বেতন ও ভর্তুকির পরিমাণ অনেক বছর ধরে শিক্ষা খাতে কেন্দ্রীয় অর্থ বরাদ্দের মোট ব্যয়ের ৫০ শতাংশের বেশি।

এ সম্পর্কে তিনি বলেন,

'কেন্দ্রীয় অর্থ বিতরণে শিক্ষকদের কাজ বেশি গুরুত্বপূর্ণ হিসেবে নির্ধারিত হয়। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত, গোটা চীনে সাধারণ পাবলিক বাজেট শিক্ষাদানের ব্যয় হয়েছে ১৬.২ ট্রিলিয়ন ইউয়ান, এর বার্ষিক প্রবৃদ্ধির হার ৭.৯ শতাংশ"।

'থ্য কাং' নামক পরিকল্পনা হচ্ছে চীনের পশ্চিমাঞ্চলে গ্রামীণ বাধ্যতামূলক শিক্ষার ওপর চীনের শিক্ষা বিভাগের পালিত এক বিশেষ নীতি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে শিক্ষার্থীদের ওপর 'কর্মের আবেদন' সংগ্রহের মাধ্যমে গ্রামীণ শিক্ষক হওয়ার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এভাবেই গ্রামীণ শিক্ষকদের অভাব ও কাঠামো-সহ বিভিন্ন সমস্যার সমাধান করা হয়। এ সম্পর্কে ল্যুই চিয়ান পিং বলেন,

''থ্য কাং' নামক পরিকল্পনায় নিযুক্ত শিক্ষকদের জন্য বেতন ও ভর্তুকিসহ সুবিধাজনক ব্যবস্থা দেওয়া হয়েছে। ২০১৮ সালের পয়লা জুলাই থেকে চীনের মধ্য ও পশ্চিমাঞ্চলে 'থ্য কাং' খাতে শিক্ষকদের বেতন ও ভর্তুকির মোট পরিমাণ যথাক্রমে ৩৫.২ ও ৩৮.২ হাজার ইউয়ান। ২০১৯ সালে 'থ্য কাং' প্রকল্পে শিক্ষকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ। ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ৪৩ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থ বিভাগ।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040