নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন ওয়াং ই
  2019-09-10 13:53:14  cri

সেপ্টেম্বর ১০: নেপাল সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (সোমবার) কাঠমান্ডুতে দেশটির প্রধানমন্ত্রী কে.পি.শর্মা অলির সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী অলি ওয়াং ই'র মাধ্যমে চীনের নেতাদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, নেপালি জনগণ ও চীনা জনগণের মধ্যে গভীর মৈত্রী রয়েছে। নেপালের ভবিষ্যত্ চীনের ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে অভিনন্দন জানায় নেপাল। দেশটি 'এক চীন নীতিতে' অবিচল রয়েছে এবং যে কোনো শক্তিকে নেপালে চীন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অনুমতি দেবে না। নেপালের রাষ্ট্রীয় কাজে ব্যাপক সমর্থন ও সহায়তা দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানায় কাঠমান্ডু। নেপাল চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

এসময় ওয়াং ই বলেন, চীন অব্যাহতভাবে নেপালের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সমর্থন দেবে। দু'দেশের নেতাদের আন্তঃসংযোগ নেটওয়ার্ক গড়ে তোলা ও 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদার করা উচিত বলে মনে করেন ওয়াং ই। দু'দেশের রেলপথ, সড়ক, বিমানচালনা, বন্দর, জ্বালানিসম্পদ ও সাংস্কৃতিক খাতে যোগাযোগ জোরদার করার কথাও বলেন ওয়াং ই।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040