চীনা অর্থনীতির স্থিতিশীলতার মধ্যে গুণগতমান উন্নতির প্রবণতা দেখা দিয়েছে: সিআরআই সম্পাদকীয়
  2019-09-09 18:28:57  cri
সেপ্টেম্বর ৯: চীনের শুল্ক সদরদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ৮ মাসে চীনের আমদানি-রপ্তানির পরিমাণ ২০ লাখ ১৩ হাজার কোটি ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৬ শতাংশ বেশি। আমদানি-রপ্তানির কঠোর চ্যালেঞ্জের মুখে এ সাফল্য অর্জন সহজ নয়। তাতে চীনা অর্থনীতির দীর্ঘমেয়াদি ভালোর দিকে অগ্রসর এবং স্থিতিশীলতার মধ্যে গুণগতমান উন্নতির প্রবণতা দেখা দিয়েছে বলে ধারণা করা হয়।

আজ (সোমবার) চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

সম্পাদকীয়তে বলা হয়েছে, একতরফাবাদ ও সংরক্ষণবাদের আঘাতে বিশ্ব বাণিজ্য সংস্থা চলতি বছরে বিশ্ব বাণিজ্যিক প্রবৃদ্ধির হার আগেকার ৩.৭ থেকে ২.৬ শতাংশে কমিয়েছে। এ প্রেক্ষাপটে গত ৮ মাসে চীনের বৈদেশিক বাণিজ্যের স্থিতিশীলতা বৃদ্ধি পেয়েছে। তিনটি ক্ষেত্র থেকে তার প্রমাণ পাওয়া গেছে। প্রথমত: চীনের আমদানি-রপ্তানির কাঠামো সুবিন্যাস্ত হয়েছে। গত আট মাসে চীনে বাড়তি মূল্যযুক্ত পণ্যের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৫.৪ শতাংশ বেড়েছে, যা মোট পরিমাণের ৬০ শতাংশ। দুই: চীনের আমদানি-রপ্তানি বাজার আরও বৈচিত্র্যময় হয়েছে। শিল্পপ্রতিষ্ঠান ঝুঁকি মোকাবিলা করতে আর দক্ষ হয়েছে। তিন: বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান অব্যাহতভাবে চীনের বৈদেশিক বাণিজ্যের প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040