এছাড়া স্থল থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ও রাডারসহ নানা সরঞ্জাম এতে অংশ নেয়। মহড়া চলাকালে দু'দেশের পাইলটরা বেশ কয়েক ধরনের বিমান উড্ডয়ন ও প্রযুক্তি নিয়ে মতবিনিময় করেন।
মহড়ায় দু'দেশের বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা উন্নত হয়েছে বলে ধারণা করা হয়। (রুবি/টুটুল/শিশির)