চীন ও পাকিস্তানের বিমান বাহিনীর 'ঈগল অষ্টম' যৌথ মহড়া শেষ
  2019-09-09 15:23:27  cri
সেপ্টেম্বর ৯: চীন ও পাকিস্তানের বিমান বাহিনীর অর্ধ-মাসব্যাপী 'ঈগল অষ্টম' যৌথ মহড়া সম্প্রতি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে শেষ হয়েছে। দু'দেশের যুদ্ধবিমানসহ মোট ৫০টিরও বেশি বিমান মহড়ায় অংশ নেয়।

এছাড়া স্থল থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ও রাডারসহ নানা সরঞ্জাম এতে অংশ নেয়। মহড়া চলাকালে দু'দেশের পাইলটরা বেশ কয়েক ধরনের বিমান উড্ডয়ন ও প্রযুক্তি নিয়ে মতবিনিময় করেন।

মহড়ায় দু'দেশের বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতা উন্নত হয়েছে বলে ধারণা করা হয়। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040