চায়না টপ : সাইকেল
  2019-09-09 11:13:41  cri

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০ বছরে অনেক সাফল্য অর্জিত হয়েছে। আজ সাইকেল খাতে উন্নয়নের কিছু তথ্য তুলে ধরবো।

 

১৯৫০ সালের জুলাই মাসে থিয়েনচিন সাইকেল কারখানায় চীনের স্বয়ংক্রিয় গবেষণায় সাইকেল তৈরি হয়। নতুন এ সাইকেলের ব্র্যান্ড 'ফেইগো', যার অর্থ শান্তির প্রতীক 'কবুতর'। গত শতাব্দীর ৮০'র দশকে চীনে সাইকেলের পরিমাণ ৫০ কোটিতে দাঁড়ায়! যা চীনকে 'সাইকেলের রাষ্ট্রে' পরিণত করে।

একবিংশ শতাব্দীতে এসে চীনের অর্থনীতি দ্রুত গতিতে উন্নত হয়। এসময় গাড়ি ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়তে থাকে, আর হ্রাস পায় সাইকেলের সংখ্যা। সাম্প্রতিক বছরগুলোতে পরিবেশ দূষণ ও যানজট কমাতে সড়কে আবারও সাইকেল ফিরে আসে। বর্তমানে স্মার্ট মোবাইল ফোনের অ্যাপ দিয়ে স্ক্যান করে সাইকেলের চাবি খুলে স্বল্প খরচে তা ব্যবহার করা যাচ্ছে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040