বেইজিংয়ে চীনা উপ-প্রধানমন্ত্রী হান জেং ও রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি কোজাকের যৌথ সভাপতিত্বে দু'দেশের জ্বালানি সহযোগিতা কমিশনের ১৬তম বৈঠক অনুষ্ঠিত
  2019-09-07 13:54:24  cri
সেপ্টেম্বর ৭: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, চীনের উপ-প্রধানমন্ত্রী ও চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা কমিশনের চীনপক্ষের নেতা হান জেং গতকাল (শুক্রবার) বেইজিংয়ে গণমহাভবনে রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি কোজাকের সঙ্গে বৈঠকে মিলিত হন। দু'নেতা যৌথভাবে চীন-রাশিয়া জ্বালানি সহযোগিতা কমিশনের ১৬তম বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকের সময় হান জেং বলেন, গত জুন মাসে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদ্বয় দু'দেশের জ্বালানি বাণিজ্যিক ফোরামে অংশ নেন এবং জ্বালানি সহযোগিতায় দু'দেশের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। চীন ও রাশিয়া প্রেসিডেন্টদ্বয়ের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন এবং দু'দেশের সহযোগিতার গুণগত উন্নয়ন সাধন করবে বলে আশা প্রকাশ করে বেইজিং।

হান জেং দু'দেশের জ্বালানি সহযোগিতা নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, এক, দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের উচিত পারস্পরিক স্বার্থে করণীয় নীতি পালন করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন বৃদ্ধির বিষয় আবিষ্কার করা। দুই, দু'দেশের জ্বালানি সহযোগিতা সম্পর্কিত নীতিগত ও ব্যবস্থামূলক বিষয়ে আলোচনা করা, যাতে দু'দেশের সহযোগিতা বৃদ্ধিতে আরও ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করা যায়। তিন, দু'দেশের রাজনীতি ও শিল্প মহলের নানা স্তরে বিজ্ঞান-প্রযুক্তি, মানদণ্ড, জনশক্তি ও তথ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা।

জবাবে দিমিত্রি কোজাক বলেন, রাশিয়া-চীন জ্বালানি সহযোগিতা ফলপ্রসূ। রাশিয়া চীনের সঙ্গে জ্বালানিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে এবং নতুন যুগে দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন এগিয়ে নিতে ইচ্ছুক। (রুবি/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040