রাজনৈতিক মাফিয়ার হংকংয়ের শৃঙ্খলা নষ্ট করার চক্রান্ত কখনও বাস্তবায়িত হবে না: সিআরআই সম্পাদকীয়
  2019-09-06 19:26:12  cri
সেপ্টেম্বর ৬: সম্প্রতি চীনের হংকংয়ে সহিংসতার ঘটনায় কোনো কোনো জঙ্গি 'স্বাধীন হংকং'-এর কথা বলেছে। এতে রঙিন বিপ্লবের বৈশিষ্ট্য রয়েছে। এর পিছনে রয়েছে মার্কিন জাতীয় গণতান্ত্রিক তহবিল। কিন্তু চীনের হংকংয়ে রঙিন বিপ্লব অবশ্যই ব্যর্থ হবে।

উল্লেখ্য, মার্কিন জাতীয় গণতান্ত্রিক তহবিল ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। নিজেকে বেসরকারি সংস্থা হিসেবে পরিচয় দিলেও আসলে তহবিলটি প্রতিষ্ঠা করেছে মার্কিন কংগ্রেস। তহবিলের বেশিরভাগ অর্থের যোগান দেয় মার্কিন সরকার। তহবিলটি অন্য দেশের গণতন্ত্রকে সমর্থন দেওয়ার অজুহাতে অন্য দেশের শাসনব্যবস্থা পরিবর্তনে ভূমিকা রাখে। তহবিলের এক প্রতিষ্ঠাতা অ্যালেন ওয়েনস্টাইন বলেছিলেন, আজ আমাদের কাজ আসলে ছিল ২৫ বছর আগে সিআইএয়ের কাজ।

হংকংয়ের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ১৯৯৫ সাল থেকে তহবিলটির 'মার্কিন আন্তর্জাতিক গণতন্ত্র গবেষণালয় (এডিআই)' হংকংয়ের বিরোধী গ্রুপকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এভাবে, ২০১৫ সাল পর্যন্ত তহবিলটি হংকংয়ের অবৈধ সংস্থায় ৩৯.৫ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে। সম্প্রতি হংকংয়ে সহিংসতার ঘটনায় সমর্থন দিয়েছে এ তহবিল।

সম্পাদকীয়তে সুস্পষ্টভাবে বলা হয়, হংকং হলো চীনের হংকং। আমরা আশা করি, মার্কিন জাতীয় গণতান্ত্রিক তহবিলসহ বিদেশি রাজনৈতিক মাফিয়াগুলো চীন সরকার ও জনগণের রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা, নিরাপত্তা ও ঐক্য সুরক্ষার সংকল্পের অবমূল্যায়ন করবে না। চীনের কেন্দ্রীয় সরকারের সহিংসতা ও গোলযোগ মোকাবিলার যথেষ্ট শক্তি আছে!

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040