'চীন ও আরব দেশগুলোর জ্বালানি সহযোগিতা উন্নয়ন রিপোর্ট-২০১৯' প্রকাশিত
  2019-09-06 17:59:36  cri
সেপ্টেম্বর ৬: গতকাল (বৃহস্পতিবার) নিংসিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইনছুয়ানে 'চতুর্থ চীন ও আরব দেশগুলোর প্রদর্শনীতে' পুঁজি ও জ্বালানি সহযোগিতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে 'চীন ও আরব দেশগুলোর জ্বালানি সহযোগিতা উন্নয়ন রিপোর্ট-২০১৯' প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, চীন ও আরব দেশগুলোর সহযোগিতা সামষ্টিকভাবে ভালো দিকে যাচ্ছে, পুঁজি বিনিয়োগের অবস্থা অধিক থেকে অধিকতর বহুমুখী হয়ে উঠছে এবং সহযোগিতার ক্ষেত্র অব্যাহতভাবে বাড়ছে।

রিপোর্টে বলা হয়, ২০১৮ সালে আরব দেশগুলোতে চীনা প্রতিষ্ঠানের সরাসরি পুঁজি বিনিয়োগের পরিমাণ ১২০ কোটি মার্কিন ডলার, যা ২০১০ সালের ৩.৮ গুণ। আরব দেশগুলোতে চীনা পুঁজিবিনিয়োগকারী শিল্পপ্রতিষ্ঠানের ঠিকাদার প্রকল্পে স্বাক্ষরিত চুক্তির মূল্য ৩৫৬০ কোটি মার্কিন ডলার, যা ২০১৭ সালের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।

তা ছাড়া, চীন ও আরব দেশগুলোর বাণিজ্যিক কাঠামো অব্যাহতভাবে সুবিন্যস্ত হয়েছে। আরব দেশগুলোর প্রতি চীনের রপ্তানিকৃত পণ্যগুলোর মধ্যে ৬৬ শতাংশ হচ্ছে বৈদ্যুতিক, যান্ত্রিক পণ্য ও উচ্চ প্রযুক্তির পণ্য।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040