ইইউ ত্যাগ করার স্থগিত রাখার আবেদন জানাবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
  2019-09-06 17:59:42  cri
সেপ্টেম্বর ৬: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউয়ের কাছে ব্রেক্সিট স্থগিত করার আবেদন জানাবেন না বলে জানিয়েছেন। জনসন গতকাল (বৃহস্পতিবার) পশ্চিম ইয়র্কশায়ারে অবস্থিত পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক ভাষণে এ-কথা বলেন।

ভাষণে নির্দিষ্ট সময়ের আগে সাধারণ নির্বাচন আয়োজনের আশা পুনরায় জোরদার করেন তিনি। তিনি মনে করেন, এটি হলো ইইউ থেকে ব্রিটেন ত্যাগের একমাত্র পদ্ধতি। তিনি আইনজীবীদের বিরুদ্ধে 'চুক্তি ছাড়া ইইউ ত্যাগ' রোধের লক্ষ্যে একটি বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য অভিযুক্ত করেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচন চাই না। কিন্তু এখন আর কোনো উপায় নাই। ব্রিটিশ নাগরিকদের উচিত অক্টোবরে আমি ও বিরোধী দলের নেতা জেরেমি কর্বিনের মধ্যে একজনকে নির্বাচন করে ইইউ শীর্ষসম্মেলনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040