'চীনা অভিধান. তিব্বতি স্ক্রল'-এর 'লিশি পানছেনের গ্রন্থের' মোড়ক-উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন একাদশ পানছেন লামা
  2019-09-06 16:55:55  cri
সেপ্টেম্বর ৬: গত বুধবার তিব্বতের রিখাজেতে অনুষ্ঠিত হলো 'চীনা অভিধান. তিব্বতি স্ক্রল'-এর ''লিশি' পানছেনের গ্রন্থের' মোড়ক-উন্মোচন অনুষ্ঠান। একাদশ পানছেন লামা পেনচেন ইতিহ্ শিকিকিয়েনচেন এতে বক্তব্য দেন।

তিনি বলেন, 'লিশি পানছেন' হচ্ছে তিব্বতি বৌদ্ধ ধর্মের দেশপ্রেম এবং ধর্মীয় প্রেমের একটি প্রতীক। তাঁর চিন্তাধারা পালন-পালন করা তিব্বতি বৌদ্ধ ধর্ম ও চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের সুষ্ঠু উন্নয়ন, দেশের একতা রক্ষায় তিব্বতি বৌদ্ধ ধর্মের কার্যকর ভূমিকা এবং সুষম সামাজিক স্থিতিশীলতা রক্ষার বেশ গুরুত্বপূর্ণ উপাদান। ''লিশি' পানছেনের গ্রন্থের' সুদীর্ঘ ঐতিহাসিক তাত্পর্য রয়েছে।

'চীনা অভিধান. তিব্বতি স্ক্রল' হচ্ছে ২০১১ সালে চীনের 'দ্বাদশ পাঁচসালা পরিকল্পনায়' অনুমোদিত একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রকল্প। এটিও চীনের তিব্বতি জাতির শ্রেষ্ঠ ও ঐতিহ্যবাহী সংস্কৃতি সুরক্ষা ও লালন-পালনের ক্ষেত্রে চীনের তিব্বতবিদা গবেষণা কেন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040