চীনে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ও সীমানা নির্ধারণের দাবি
  2019-09-06 15:58:52  cri
সেপ্টেম্বর ৬: সম্প্রতি চায়না ফার্মাসিউটিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শ্রেণিকক্ষে মুখমণ্ডল সনাক্তকরণ বা ফেইস রিকগনিশন ব্যবস্থা চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করা যায়। এতে শ্রেণিকক্ষে পাঠদানসহ বিভিন্ন বিষয় আরও ভালোভাবে মূল্যায়ন করা যাবে।

এদিকে, নানচিং ইউনিভার্সিটি অব ইনফরমেশন সাইন্স এন্ড টেকনোলজি বিগ ডেটা দিয়ে শিক্ষার্থীদের ওয়েবসাইট ব্যবহারের সময়, পরিমাণ ও ঠিকানা সংগ্রহ করে। এটি চীনে বেশ বিতর্ক সৃষ্ট করেছে।

বিশ্ববিদ্যালয় অবশ্যই বুদ্ধিমান প্রযুক্তি পরিচালনার দক্ষতা উন্নত করতে পারে। কিন্তু, তার যথাযথ ব্যবহার প্রয়োজন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অন্যের গোপনীয়তা ও স্বাধীনতা লঙ্ঘিত হলে তা অগ্রহণযোগ্য। তাই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের স্পষ্ট সীমা ও শর্ত থাকা প্রয়োজন।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040