দুই দিনের সফরে চীনে এসেছেন জার্মান চ্যান্সেলর
  2019-09-06 15:50:50  cri
সেপ্টেম্বর ৬: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আজ (শুক্রবার) থেকে দুই দিনব্যাপী চীন সফর শুরু করেছেন। জার্মানি হলো ইউরোপে চীনের বৃহত্তম আর্থ-বাণিজ্যিক সহযোগিতামূলক অংশীদার। জার্মান প্রতিষ্ঠানগুলোর জন্য চীন অনেক আকর্ষণীয়। দু'দেশের ভবিষ্যতে সহযোগিতার সুযোগ বেশি, সুপ্তশক্তিও বড় ও প্রত্যাশিত।

মার্কেল জার্মান শিল্পপতিদের একটি দল নিয়ে এবার চীন সফর করছেন। এ সম্পর্কে বেইজিংয়ে জার্মান শিল্প ও বাণিজ্য সমিতির প্রধান প্রতিনিধি জেনস হিলডেব্র্যান্ড সম্প্রতি সাংবাদিককে বলেন, এবারের শিল্পপতি দলের মধ্যে বিখ্যাত জার্মান প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরাও আছেন। হিলডেব্র্যান্ড মনে করেন, এ সফরের মাধ্যমে দু'দেশের ১০টিরও বেশি সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হবে।

উল্লেখ্য, এ বছর দু'দেশের সহযোগিতা স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য ও পারস্পরিক বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, এ বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত দু'দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১০৬.৯৩ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ২.৪ শতাংশ বেশি। চীনে জার্মানির বিনিয়োগ ছিল ১১.৭ বিলিয়ন ডলার, যা আগের চেয়ে ৬২.৭ শতাংশ বেশি। অন্যদিকে, জার্মানিতে চীনা বিনিয়োগের পরিমাণ ১০.১ বিলিয়ন ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৭.৬ শতাংশ বেশি।

(ছাই/তৌহিদ/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040