'১৫তম চীনের খুনমিং আন্তর্জাতিক কৃষি মেলায়' ১৩০০ কোটি ইউয়ানের চুক্তি স্বাক্ষর
  2019-09-06 15:47:54  cri
সেপ্টেম্বর ৬: '১৫তম চীনের খুনমিং আন্তর্জাতিক কৃষি মেলা' গতকাল (বৃহস্পতিবার) চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে শুরু হয়েছে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে 'সবুজ উন্নয়ন ও সুন্দর জীবন'। দেশি-বিদেশি দুই সহস্রাধিক শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। মেলায় স্বাক্ষরিত ২৫টি চুক্তির মূল প্রায় ১৩০০ কোটি ইউয়ান।

উল্লেখ্য, এবারের কৃষি মেলায় ৭টি প্রদর্শনী হল এবং ২৮০০টি বুথ রয়েছে। মেলার আয়তন ৭০ হাজার বর্গমিটার। মেলায় পণ্য প্রদর্শন, বাণিজ্যিক আলোচনা ও সাংস্কৃতিক বিনিময় তুলে ধরা হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040