চীনের সিনচিয়াংয়ের প্রতিনিধিদলের জার্মানি সফর
  2019-09-06 11:33:57  cri
সেপ্টেম্বর ৬: চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের উদ্যোগে গঠিত চীনের সিনচিয়াংয়ের একটি সাংস্কৃতিক প্রতিনিধিদল গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জার্মানি সফর করে। দলটি জার্মানির বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এবং স্থানীয়দের সামনে সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রকৃত অবস্থা তুলে ধরে।

গত সোমবার প্রতিনিধিদলটি মিউনিখ ও বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনাসভায় অংশ নেয়। এসময় দলটি জার্মানির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সিনচিয়াংয়ের উন্নয়ন-কার্যক্রম সম্পর্কে ধারণা দেয়। দলের প্রতিনিধিরা জানান, গত তিন বছরে সিনচিয়াংয়ে একটি সহিংস সন্ত্রাসী হামলাও ঘটেটি। সেখানকার অর্থনীতি ও সমাজ স্থিতিশীলভাবে উন্নত হচ্ছে, পর্যটকের সংখ্যা বাড়ছে, এবং স্থানীয়দের জীবনমান উন্নত হচ্ছে।

প্রতিনিধিদলের সদস্যরা আরও বলেন, চীনের দরজা সবসময় খোলা। চীনে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা, জাতিসংঘের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সদস্যরা, সামাজিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, এবং সাংবাদিক ও ধর্মীয় নেতৃবৃন্দ নিয়মিত বিরতিতে সিনচিয়াং সফর করছেন এবং ভবিষ্যতেও করবেন। (শুয়েই/আলিম/লাবন্য)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040