চতুর্থ চীন-আরব মেলার উদ্বোধন
  2019-09-06 11:33:24  cri
সেপ্টেম্বর ৬: চতুর্থ চীন-আরব মেলা গতকাল (বৃহস্পতিবার) চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইন ছুয়ান শহরে শুরু হয়। চীনের জাতীয় গণকংগ্রসের স্থায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট ছাও চিয়ান মিং উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা পড়ে শোনান।

এসময় ছাও চিয়ান মিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আরব দেশগুলোর উন্নয়ন-কৌশলের সংযোগ-প্রক্রিয়া বেগবান হয়েছে, দু'পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় ঘনিষ্ঠতর হয়েছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার হয়েছে, এবং আর্থ-বাণিজ্যিক সহযোগিতাও দিন দিন বাড়ছে। অবকাঠামো, জ্বালানি, উচ্চপ্রযুক্তি ও অর্থসহ বিভিন্ন ক্ষেত্রে দু'পক্ষের সহযোগিতাও ফলপ্রসূ হয়েছে।

ছাও চিয়ান মিং আরও বলেন, চীন ও আরব দেশগুলোর উচিত ঐতিহ্যবাহী মৈত্রী ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়ন করা। এতে দু'পক্ষই লাভবান হবে।

উল্লেখ্য, চীন-আরব মেলা চীনের বাণিজ্য মন্ত্রণালয়, চীন আন্তর্জাতিক বাণিজ্য ত্বরান্বিতকরণ কাউন্সিল এবং নিংসিয়া হুই স্বাত্তশাসিত অঞ্চলের উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় পর্যায়ের বড় আকারের আর্থিক কার্যক্রম। এবারের মেলায় ৮৯টি দেশ অংশগ্রহণ করছে। মেলা চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। (শুয়েই/আলিম/লাবন্য)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040