প্রসঙ্গ: চীনের কয়লাশিল্পে সৃজনশীলতা
  2019-09-06 10:57:57  cri

সংশ্লিষ্ট জরিপ থেকে জানা যায়, চীনের কয়লাসম্পদ তুলনামূলকভাবে বৈচিত্র্যময়, যা চীনের উদ্ধারযোগ্য জীবাশ্ম-শক্তির মজুদের ৯২.৩ শতাংশ। জনগণের পরিবেশবান্ধব চেতনার বৃদ্ধি ও দেশের অর্থনীতির উন্নয়নের প্রেক্ষাপটে, কিভাবে পরিচ্ছন্ন ও কার্যকরভাবে কয়লাসম্পদ ব্যবহার করা যায়, তা দেশের মাঝারি ও দীর্ঘস্থায়ী জ্বালানির উন্নয়ন-কৌশলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বের বৃহত্তম কয়লা উত্পাদন কোম্পানি ও চীনের জ্বালানি শিল্পের নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে সিএইচএন এনার্জি দীর্ঘকাল ধরেই বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা করে আসছে। কয়লার উত্তোলন এবং কয়লা দিয়ে বিদ্যুৎ উত্পাদনসহ তাদের সংশ্লিষ্ট বিভিন্ন কাজে লক্ষ্যণীয় সাফল্যও অর্জিত হয়েছে।

অব্যাহতভাবে গবেষণার মধ্য দিয়ে সিএইচএন এনার্জির নিংসিয়া কয়লা শিল্প কোম্পানির হোং লিউ কয়লা প্রথমবারের মতো কয়লার বুদ্ধিমান ও উচ্চ কার্যকর পরিবহন-ব্যবস্থা বাস্তবায়ন করেছে। এতে প্রতিবছর ৬৭ লাখ ইউয়ান রেনমিনপি মূল্যের বিদ্যুৎ সাশ্রয় হয়। হোং লিউ কয়লার প্রধান চাও চি চি বলেন,

"আমাদের কোম্পানির কার্যকরিতা আগের চেয়ে ১৫ শতাংশ বেড়েছে। আমাদের কর্মীদের ছুটির সময় আগের প্রতিমাসের ৫ ও ৬ দিন থেকে বেড়ে এখন ৮ দিন হয়েছে। অথচ দৈনন্দিন কর্মসময় আগের মতোই আছে।"

এক পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে চীনের কয়লাবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ সারা বছরে উত্পাদিত মোট বিদ্যুতের ৬৩.৭ শতাংশ ছিল। কয়লাবিদ্যুৎ উত্পাদনের পরিমাণ বাড়ানো, খরচ কমিয়ে আনা, এবং ক্ষতিকর গ্যাস নির্গমন হ্রাস করা দেশের জ্বালানি-কৌশলের তাত্পর্যপূর্ণ অংশ। কয়লাবিদ্যুৎ উত্পাদন বাড়ানোর প্রযুক্তি উন্নত করা বিশ্বের সামনে বড় একটি চ্যালেঞ্জ। সিএইচএন এনার্জি স্বতন্ত্র গবেষণার মাধ্যমে থাইচৌ উত্পাদন লিমিটেড কোম্পানিতে বিশ্বের প্রথম 'সেকেন্ডারি রিহিট জেনারেটর সেট' প্রতিষ্ঠা করে। সিএইচএন এনার্জি স্বতন্ত্র গবেষণার থাইচৌ উত্পাদন লিমিটেড কোম্পানির প্রধান ছেন সুই উয়েই বলেন,

"সেকেন্ডারি রিহিট জেনারেটর সেটের মাধ্যমে আমাদের বিদ্যুৎ উত্পাদন-ক্ষমতা বেড়েছে, যা বিশ্বমানের চেয়েও ভালো। তা ছাড়া, এই পদ্ধতিতে সালফার ডাই অক্সাইড ও ধূলিকণাসহ প্রধান দূষক নির্গমনের পরিমাণ দেশীয় মানদণ্ডের চেয়েও কম। ফলে আমাদের কয়লাবিদ্যুৎ উত্পাদন কোম্পানির আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা-শক্তি বেড়েছে।"

এক পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৮ সালে চীন অশোধিত তেল ব্যবহার করেছে ৬৫.১ কোটি টন। অশোধিত তেলের ক্ষেত্রে বিদেশ-নির্ভরতা ৭০.৯ শতাংশে দাঁড়িয়েছে। এই নির্ভরতার কমাতে, সিএইচএন এনার্জির নিংসিয়া কয়লা লিমিটেড কোম্পানি কয়লা থেকে তেল উত্পাদনের প্রকল্প চালু করে। প্রতিবছর এ প্রকল্প থেকে ৪০ লাখ টন তেল উত্পাদিত হয়। প্রযুক্তি গবেষণার মাধ্যমে কয়লা থেকে তেল উত্পাদনের ক্ষেত্রে বিদেশের মূল প্রযুক্তির একচেটিয়া প্রভাবও কমে গেছে। সিএইচএন এনার্জির নিংসিয়া কয়লা লিমিটেড কোম্পানির প্রধান কুও চোং শান বলেন,

"আমরা এই প্রকল্পে মোট ৫৫০০ কোটি ইউয়ান রেনমিনপি বিনিয়োগ করেছি। নকশা থেকে শুরু করে সরঞ্জাম-নির্মাণ পর্যন্ত আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এই প্রকল্পের অনেককিছুই বিশ্বের সেরা।" (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040