জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রতিরোধযুদ্ধে বিজয়ের ৭৪তম বার্ষিকীর অনুষ্ঠান
  2019-09-04 13:47:57  cri

৩ সেপ্টেম্বর ছিল চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী প্রতিরোধযুদ্ধে বিজয়ের এবং বিশ্বের ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৭৪তম বার্ষিকী। শহীদদের স্মরণে এবং তাদের চেতনা বাঁচিয়ে রাখতে, চীনের বিভিন্ন জায়গায় এ উপলক্ষ্যে বিভিন্ন স্মরণ-অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইতিহাস মনে রাখা, শান্তির মূল্য দেওয়া এবং চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের মহান পথে এগিয়ে যাওয়ার শপথ নেন।

চীনা জাতির জাপানি আগ্রাসনবিরোধি প্রতিরোধযুদ্ধে বিজয় হলো আধুনিক কালে চীনের বিদেশি শত্রুদের আগ্রাসনের বিরুদ্ধে প্রথম সম্পূর্ণ বিজয়। চিয়াংসু প্রদেশের নানচিং শহরে 'নানচিং গণহত্যা'-র শিকারদের মেমোরিয়াল হলের সামনের বিজয় মহাচত্বরে বিভিন্ন মহলের লোকেরা বৃষ্টিতে ভিজে শহীদদের তালিকা খোদাই করা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। চাং চিয়েন চুন নামক মেমোরিয়াল হলের মহাপরিচালক ইয়াং জিং ইউ নামক একজন বীর প্রসঙ্গে বলেন,

'একটি জাতির জন্য বীর খুব দরকার। ইয়াং জিং ইউ অনেক কষ্টকর অবস্থায় তাঁর কমরেডদের পাশে থেকে যুদ্ধ করেন এবং নিজের প্রাণ উত্সর্গ করেন। তার নাম এখন আমাদের হলের স্মৃতিস্তম্ভে খোদাই করা আছে। বর্তমানের শান্তিপূর্ণ যুগে আমাদের তাদের কথা ভুলে যাওয়া উচিত নয়। তাদের মনে রাখলে অব্যাহতভাবে এগিয়ে যাওয়ার সাহস পাওয়া যাবে।'

চীনের চিলিন প্রদেশের ছাংছুন শহরে দ্য মিউজিয়াম অব দা ইমপেরিয়াল প্যালেস অব মানছুকুওতে একইদিন স্মরণ-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাংছুন হু জাতির প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছাই ইউ হাং বলেন,

'আমি মনে করি, আমাদের সুখী জীবন পূর্বপুরুষদের মূল্যবান জীবনের বিনিময়ে পাওয়া। তাই আমাদের বর্তমানের জীবনকে মূল্যায়ন করা উচিত। আমাদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং পূর্বপুরুষদের শ্রেষ্ঠ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হবে।'

চৌচেং নামের ছাংছুনয়ের একজন সশস্ত্র পুলিশ বলেন, যুদ্ধবিরোধী চেতনাকে বাস্তব কাজে প্রতিফলিত করতে হবে। তিনি বলেন,

'বিপ্লবী পূর্বপুরুষদের কষ্ট আমি গভীরভাবে অনুভব করতে পারি। নিজের কাজে আমি তাদের চেতনা ধারণ করতে চাই। আমাদের বাহিনী আরো ভালোভাবে গড়ে তুলতে হবে এবং জনগণের শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে হবে।'

বেইজিংয়ে চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধি প্রতিরোধ যুদ্ধবিষয়ক মেমোরিয়াল হলে কয়েক শ' লোক স্মরণ-অনুষ্ঠানে অংশ নেন। ৬৯ বছর বয়সী জনাব থাং চীনের লিয়াওনিং প্রদেশের হুলুতাও থেকে এসেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ইতিহাস মনে রাখা এবং ইতিহাস থেকে শেখা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, ১৪ বছরব্যাপী জাপানি আগ্রাসনবিরোধী প্রতিরোধযুদ্ধের কষ্টকর সময়ে চীনা জনগণ পরিশ্রম করে সার্বিকভাবে জাপানি আগ্রাসী শক্তিকে দমন করে।

চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধি প্রতিরোধযুদ্ধবিষয়ক মেমোরিয়াল হলের মহাপরিচালক লি চোং ইউয়েন বলেন, চীনা জনগণ জাপানি আগ্রাসনবিরোধী প্রতিরোধযুদ্ধে লিপ্ত থাকার সঙ্গে সঙ্গে বিশ্বের শান্তি রক্ষার জন্য বিশাল অবদানও রেখেছে।

তিনি বলেন,

'জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ হয়েছে বহু আগে। তবে আমাদের মনে রাখতে হবে যে, আমাদের শান্তিপূর্ণ, সুখী ও শান্ত জীবন অসংখ্য শহীদের রক্ত ও জীবনের বিনিময়ে পাওয়া। আমরা ৩ কোটি ৫০ লাখ মানুষের নিহত বা আহত হবার বিনিময়ে জাতীয় স্বাধীনতা অর্জন করেছি। চীনা জাতির প্রত্যেক মানুষকে তা মনে রাখতে হবে।' (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040