সুই উই
  2019-09-04 11:29:04  cri

সুই উই, ১৯৬৮ সালের ২১ জুলাই চীনের সানসি প্রদেশের সিআন শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের রক মহলের বিখ্যাত একজন গায়ক।

১৯৮৪ সালে যখন সুই উই-এর বয়স ১৬ বছর, তখন তিনি গিটার বাজানো শিখতে শুরু করেন এবং রক সংগীতের প্রেমে পড়েন।

১৯৮৬ সালের এপ্রিল মাসে, সুই উই জন্মস্থান সিআন শহরের প্রথম গিটার সংগীত প্রতিযোগিতার প্রথম পুরস্কার লাভ করেন। এরপর তিনি জীবনের প্রথম গান রচনা করেন।

১৯৯০ সালের শেষ নাগাদ সেনাবাহিনীতে সামরিক সেবা প্রদান শেষে সুই উই সংগীতের জীবন শুরু করেন।

১৯৯১ সালে সুই উই 'ডোন্ট ক্রাই বেবি'সহ শতাধিক গান রচনা করেন। তিনি স্থানীয় সবচেয়ে বেশি গান রচনাকারী একজন গীতিকার।

১৯৯৩ সালের জুন মাসে, সুই উই সিআন শহরের সব শ্রেষ্ঠ গীতিকার ও সুরকারকে নিয়ে 'ফেই' নামে একটি সংগীত দল গঠন করেন। তিনি সংগীত দলে গিটার বাজানো এবং সুর রচনার দায়িত্ব বহন করেন। ১৯৯৪ সালের অক্টোবর মাসে সুই উই চীনের রাজধানী বেইজিংয়ে এসে সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

১৯৯৪ বছরের নভেম্বর মাসে, বেইজিংয়ের বেশ কয়েকজন কন্ঠশিল্পী সুই উই-এর নতুন অ্যালবাম তৈরিতে অংশ নেন। এরপর সুই উই-এর নতুন গান 'দুই দিন' এবং 'পাখি' রিলিজ হয়। গানটি প্রকাশের পর পরই সুই উই তখন যুবকদের নতুন আদর্শে পরিণত হন।

১৯৯৭ সালের এপ্রিল মাসে, সুই উই-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'অন্য জায়গায় আছি' বাজারে আসে। এই অ্যালবাম বিক্রি হয়েছে ৫ লাখেরও বেশি কপি।

১৯৯৮ সালের জানুয়ারি মাসে, বেইজিং মিউজিক রেডিও-এর আয়োজিত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ অ্যালবাম নির্বাচনে, সুই উই-এর প্রথম অ্যালবাম 'অন্য জায়গায় আছি' বার্ষিক শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার লাভ করে।

২০০০ সালের নভেম্বর মাসে, সুই উই-এর দ্বিতীয় অ্যালবাম 'সেই বছর' রিলিজ হয়। অনেকেই মনে করেন যে, 'সেই বছর' অ্যালবামটি চীনের রক সংগীত ইতিহাসের সবচেয়ে ভালো অ্যালবাম।

২০০২ সালে সুই উই নতুন সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। একই বছরের ডিসেম্বর মাসে, সুই উই-এর তৃতীয় অ্যালবাম 'সময়, চলাচল' প্রকাশিত হয়।

২০০৪ সালের ডিসেম্বর মাসে, সুই উই-এর চতুর্থ অ্যালবাম 'প্রতি মুহূর্তই নতুন' প্রকাশিত হয়। এর মধ্যে 'আগের তুমি' গানটি খুব জনপ্রিয়তা লাভ করে।

২০১৮ সালের ২৪ অগাস্ট, সুই উই-এর নতুন অ্যালবাম 'আমার ভালোবাসা' প্রকাশিত হয়।

২০১৮ সালের ২৬ ডিসেম্বর, সুই উই'র আরেকটি নতুন অ্যালবাম 'অতুলনীয় আলো' প্রকাশিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই উই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040