ইইয়াং শহরের মেইশান সাংস্কৃতিক উদ্যান
  2019-09-04 11:07:29  cri

সেপ্টেম্বর ৪: চীনের মেইশান সাংস্কৃতিক উদ্যান ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি হুনান প্রদেশের ইইয়াং শহরের আনহুয়া জেলার শানখৌ গ্রামে অবস্থিত। মেইশান সংস্কৃতি, প্রাচীন চীনা সভ্যতার একটি শাখা হিসেবে, হুনানে ব্যাপকভাবে প্রচলিত। মেইশান সাংস্কৃতিক উদ্যানে পাথর-সড়ক, সুন্দর ফুলবাগান, আড়ম্বরপূর্ণ ঘরসহ প্রাচীন দৃশ্য দেখা যায়।

 

মেইশান সংস্কৃতিতে ধর্মীয় ও দার্শনিক চিন্তাধারা সংরক্ষিত আছে। এ সংস্কৃতি প্রাচীন মার্শাল আর্ট ও সাহিত্যসমৃদ্ধ। চলতি বছর মেইশান সাংস্কৃতিক উদ্যানের স্থাপত্য-নকশা চীনের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040