প্রসঙ্গ: নতুন সেমিস্টারের প্রথম দিনে হংকংয়ের বিদ্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান
  2019-09-03 15:16:04  cri

২ সেপ্টেম্বর হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের বিদ্যালয়গুলোতে নতুন সেমিস্টার শুরু হয়। নতুন সেমিস্টারের প্রথম দিনে বিদ্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হয়। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের শিক্ষা ব্যুরো জানায়, সেমিস্টারের প্রথম দিন বিদ্যালয়গুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে চলেছে।

গতকাল (সোমবার) সকালে এইচকেএফইডাবলিউ উয়োং ছো বাউ সেকেন্ডারি স্কুলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ৫০০ জন শিক্ষার্থী গাম্ভীর্যপূর্ণ পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেয়। পতাকা-উত্তোলক লি বলেন, তাদের স্কুলে প্রত্যেক সোমবার জাতীয় পতাকা ও হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পতাকা উত্তোলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন,

'একজন পতাকা-উত্তোলক হিসেবে জাতীয় পতাকার ইতিহাস ও জ্ঞান জানা জরুরি। পতাকা উত্তোলনের প্রত্যেকটি স্তর সম্পর্কেও খুব স্পষ্ট ধারণা থাকতে হবে। বেশি করে চর্চাও করতে হবে।'

এইচকেএফইডাবলিউ উয়োং ছো বাউ সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল হুই ছুন লুং বলেন, পতাকা উত্তোলন অনুষ্ঠান শিক্ষার্থীদের নাগরিক-মর্যাদা সমুন্নত করে এবং তাদের দেশপ্রেমের চেতনাকে জাগ্রত করে। তিনি বলেন,

'আমাদের বিদ্যালয়ে দেশপ্রেম ও হংকংপ্রেম শিক্ষা দেওয়া হয়। আমরা নিজেদের নাগরিক মর্যাদা সম্পর্কে ভালোভাবে জানতে শিক্ষার্থীদের উত্সাহ দেই। আজ নতুন সেমিস্টারের প্রথম দিন। শিক্ষার্থীদের দেশপ্রেম ও হংকংপ্রেমের চেতনা জোরদার করা উচিত।'

হংকংয়ে বর্তমানে উগ্রবাদী বিক্ষোভমিছিল ও সহিংসতা অব্যাহত আছে। কোনো কোনো মহল বৈরিতার মেজাজ স্কুলে বয়ে আনার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল ও অঞ্চলের বিদ্যালয়গুলো স্পষ্টভাবেই এর বিরোধিতা করে। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের শিক্ষা বিভাগের মহাপরিচালক কেভিন ইয়েউং এক সাক্ষাত্কারে বলেন, তিনি বিদ্যালয়গুলোকে চলমান সহিংসতার আওতামুক্ত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

কেভিন ইয়েউং বলেন,

'সংশ্লিষ্ট সমস্যার সমাধান করার ক্ষমতা আছে বিদ্যালয়গুলোর। আমি বিদ্যালয়গুলোকে হয়রানি না-করতে বা সেখানে উস্কানিমূলক কিছু না-করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।'

ইয়াউমাতি ক্যাথলিক প্রাইমারি স্কুলের প্রিন্সিপাল ইউ পুই কাম বলেন, স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য মিটিংয়ের আয়োজন করা হয়েছে। অভিভাবকদের প্রতি সাম্প্রতিক সামাজিক অবস্থায় সৃষ্ট নেতিবাচক মেজাজ এড়িয়ে চলার প্রস্তাব দেওয়া হয় মিটিংয়ে। লেখাপড়া হলো শিক্ষার্থীদের মূল কাজ। সকলের উচিত সহিংসতার বিরোধিতা করা।

তিনি বলেন,

'আমরা মনোযোগ দিয়ে কাজ করি। স্কুলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ যোগানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।'

হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের শিক্ষা বিভাগের পরিসংখ্যান অনুসারে, বর্তমানে হংকংয়ে মোট ৫৮৭টি প্রাথমিক স্কুল, ৫০৬টি মাধ্যমিক স্কুল এবং ২২টি বিশ্ববিদ্যালয় আছে। (লিলি/আলিম )

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040