ইয়াং জুং উই
  2019-09-03 14:20:37  cri

ইয়াং জুং উই, ১৯৭৮ সালের ৪ এপ্রিল চীনের তাইওয়ান প্রদেশের থাওইউয়ান শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান সঙ্গীত মহলের বিখ্যাত একজন গায়ক।

২০০৭ সালে ইয়াং জুং উই তাইওয়ানের এক কন্ঠশিল্পীর প্রতিযোগিতা 'ওয়ান মিলিয়ন স্টারে'-এ যোগ দিয়ে প্রথম দশ জনের তালিকায় স্থান পান। ২০০৭ সালের নভেম্বর মাসে তিনি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে প্রবেশ করেন।

২০০৮ সালের জানুয়ারি মাসে, ইয়াং জুং উই তার প্রথম অ্যালবাম 'কবুতর' প্রকাশ করেন। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশের অ্যালবাম বিক্রির তালিকার প্রথম স্থানে রয়েছে।

২০০৮ সালের মে মাসে, যদিও ইয়াং জুং উই শুধু একটি অ্যালবাম প্রকাশ করেছেন, তবুও তিনি তাইওয়ানে নিজের প্রথম সঙ্গীতানুষ্ঠান আয়োজন করতে পেরেছেন।

২০০৮ সালের শেষ নাগাদে সংগীত কোম্পানির সঙ্গে ইয়াং জুং উই-এর মতভেদ সৃষ্টি হয় ।

২০০৮ সালের অক্টোবর মাসে ইয়াং জুং উই তাইওয়ানের ৪৩তম 'দ্যা গোল্ডেন বেল অ্যাওয়ার্ডস'-এর পুরস্কার প্রদান অনুষ্ঠানে গান পরিবেশন করেন। ২০০৮ সালের নভেম্বর মাসে, সিংগাপুরে ইয়াং জুং উই সবচেয়ে জনপ্রিয় গায়কসহ পাঁচটি পুরস্কার লাভ করেন।

২০০৯ সালের জানুয়ারি মাসে, ইয়াং জুং উই-এর গান 'পেঁয়াজ' তাইওয়ান প্রদেশের হিটএফএমের বার্ষিক শ্রেষ্ঠ গানের প্রথম স্থান দখল করে।

২০১০ সালের জানুয়ারি মাসে, ইয়াং জুং উই নতুন সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।

২০১১ সালের ২৬ অগাস্ট মাসে ইয়াং জুং উই-এর দ্বিতীয় অ্যালবাম 'আসল রং' প্রকাশিত হয়। এই অ্যালবাম তাইওয়ান প্রদেশের জি-মিউজিক তালিকায় দুই বার চ্যাম্পিয়ন হয়।

২০১২ সালের ডিসেম্বর মাসে, ইয়াং জুং উই চীনের শাংহাই টেলিভিশনের নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

২০১৩ সালের ২৯ মার্চ, ইয়াং জুং উই-এর তৃতীয় অ্যালবাম 'প্রথম ভালোবাসা' রিলিজ হয়। একই বছরের ১৯ এপ্রিল ইয়াং জুং উই মূল-ভূভাগের বেইজিংয়ে তার প্রথম অ্যালবাম বিক্রি অনুষ্ঠান আয়োজন করেন।

২০১৪ সালে ইয়াং জুং উই চীনের মূল-ভূভাগের শেনচেন টেলিভিশনের সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেন। তিনি ইংরেজি গান 'ট্রু কালার্স' পরিবেশন করে এই অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হন।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত ইয়াং জুং উই চীনের শাংহাই, সিআন, হাংচৌ ও হ্যফেই শহরে ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০১৮ সালের জানুয়ারি থেকে মে মাসে, ইয়াং জুং উই কুয়াংচৌ, বেইজিং, উহান, ছাংসা, ছেংতু ও ম্যাকাও-এ আবারও ভ্রাম্যমান সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং জুং উই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040