চিয়াংনান উপজেলা: হুনান প্রদেশের 'চা ঘোড়া প্রাচীন পথ'-এর আরম্ভবিন্দু
  2019-09-03 13:55:17  cri

সেপ্টেম্বর ৩: চিয়াংনান উপজেলা চীনের হুনান প্রদেশের ইইয়াং শহরের আনহুয়া জেলায় অবস্থিত। আনহুয়া কালো চায়ের উত্পাদনকেন্দ্র আর প্রাচীন 'চা ঘোড়া পথ'-এর আরম্ভবিন্দু এটি। চিয়াংনান উপজেলায় প্রাচীন আদলের চা-দোকানের সংখ্যা ৩২টি। আশেপাশে দর্শনীয় এলাকা, পুরনো রাস্তা, আর স্থাপত্যনিদর্শন রয়েছে।

 

হাজার বছর আগে স্থানীয় চা পরিবহন করার জন্য স্যুয়েফেং পাহাড়ের উত্তরাংশে 'চা ঘোড়া পথ' চালু হয়েছিল। পাহাড়ের মধ্য দিয়ে আনহুয়া চা উত্তর-পশ্চিম চীন ও সীমান্ত এলাকায় পরিবহন করা হতো। তার পর সেসব চা মধ্য-এশিয়া ও ইউরোপে পর্যন্ত পৌঁছে যেতো।

তুংশি পুরনো রাস্তা স্থানীয় 'চা ঘোড়া পথ' দর্শনীয় এলাকার প্রধান দর্শনীয় স্থান। রাস্তায় হো পরিবারের মন্দির ভালভাবে সংরক্ষিত আছে। যদিও কয়েক শো বছর পার হয়েছে, তবে এ রাস্তায় গেলে পুরনো বাজারের আমেজ এখনও পাওয়া যায়। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)


1  2  
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040