বৈঠকে ওয়াং ছি শান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-পেরু সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক উন্নত এবং বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার হয়েছে। চীন পেরুর সঙ্গে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে, বিনিময় ঘনিষ্ঠতর করতে, পারস্পরিক আস্থা বাড়াতে, সহযোগিতা সম্প্রসারণ করতে, এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে ইচ্ছুক।
তিনি আরও বলেন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে বিগত ৭০ বছরে চীনে আকাশ-পাতাল পরিবর্তন ঘটেছে। চীনা জনগণ সার্বিকভাবে সচ্ছল সমাজে প্রবেশ করছে। ১৪০ কোটি মানুষের জীবনমান উন্নত করে চীন মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
জবাবে অ্যারাওস গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে ওয়াং ছি শানকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক, পুঁজি বিনিয়োগ, কৃষি, দারিদ্র্যবিমোচন, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, এবং কনফুসিয়াস ইন্সটিটিউটসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (শুয়েই/আলিম/লাবন্য)