চীনের রেডক্রস সোসাইটির ১১তম জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন সি চিন পিং
  2019-09-02 16:44:58  cri
সেপ্টেম্বর ২: চীনের রেডক্রস সোসাইটির ১১তম জাতীয় কংগ্রেস আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। এদিন কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় সম্পাদক, কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। রেডক্রস ব্রত উন্নয়নে নতুন অবদান রাখতে সবাইকে মানবিক সহায়তা, দেশপ্রেম ও সংস্কারের নবত্যাপ্রবর্তন চেতনা কাজে লাগানোর উত্সাহ দেন প্রেসিডেন্ট।

চীনের রেডক্রস সোসাইটির ১০ম জাতীয় সদস্য কংগ্রেসের পর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র দৃঢ় নেতৃত্বে চীনের রেডক্রস ব্রত লক্ষণীয় সাফল্য অর্জন করেছে। নতুন সূচনার প্রেক্ষাপটে রেডক্রসের উচিত প্রেসিডেন্ট সি'র নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক চিন্তাধারা কাজে লাগিয়ে সিপিসি'র দৃঢ় নেতৃত্বে অবিচল থাকা।

সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির সম্পদকমণ্ডলীর সম্পাদক ওয়াং হু নিং এবং ভাইস-প্রেসিডেন্ট ওয়াং ছি শান এবারের কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040