অন্যদের পণ্য কিনতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান করেছে মিত্র দেশগুলো
  2019-09-02 16:36:39  cri
সেপ্টেম্বর ২: যুক্তরাষ্ট্র সবসময় ন্যাটোর সদস্য দেশগুলোকে সামরিক ফি বাড়াতে চাপ দেয়। এই অজুহাতে যুক্তরাষ্ট্র সামরিক সাজ-সরঞ্জাম বিক্রির পরিমাণ বাড়ায়। পাশাপাশি, অন্যদের পণ্য কিনতে বাধ্য করে ট্রাম্প প্রশাসন। এর আগে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কেনার কথাও বলেছে! যদিও, ডেনমার্ক তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। চীন আন্তর্জাতিক বেতারের ভাষ্যকার এসব মন্তব্য করেছেন।

সম্প্রতি নতুন প্রজন্মের জঙ্গিবিমান সু-৫৭ কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করে তুরস্ক। এর আগে, রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থাও কিনে তুরস্ক। ন্যাটোর সদস্য দেশ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে তুরস্ক রাশিয়া থেকে সামরিক পণ্য কেনার ক্ষেত্রে আরও বেশি সহযোগিতা করছে।

যুক্তরাষ্ট্রের এমন আচরণ সম্পর্কে সিআরআইয়ের ভাষ্যকার মনে করেন, এই আচরণ যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী আচরণের বিপরীত ফলও বটে। অন্য ভূখণ্ড কেনার হাস্যকর প্রস্তাবের মাধ্যমে মার্কিন আধিপত্যবাদ আবারও প্রকাশ পায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040