'হংকংয়ের হাঙ্গামাসৃষ্টিকারীদের উস্কানি দিচ্ছেন একাধিক মার্কিন রাজনীতিবিদ'
  2019-09-02 11:49:15  cri
সেপ্টেম্বর ২: গতকাল (রোববার) চীনের হংকং বিশেষ প্রশাসিক অঞ্চলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কার্যালয়ের জনৈক মুখপাত্র বলেন, কোনো কোনো মার্কিন রাজনীতিবিদ বাস্তবতাকে উপেক্ষা করে হংকংয়ের হাঙ্গামাসৃষ্টিকারীদের উস্কানি দিচ্ছেন, যা সরাসরি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ। বেইজিং এর তীব্র প্রতিবাদ জানায়।

মুখপাত্র বলেন, কিছু কিছু চরমপন্থির আচরণ অতি নিষ্ঠুর ও বিরল। ফলে স্থানীয় পুলিশকে সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সীমিত আকারে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। অথচ একশ্রেণির মার্কিন রাজনীতিবিদ শুধু পুলিশের ভূমিকার অন্যায় সমালোচনা করছেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের হিংসাত্মক তত্পরতা ঘটলে, মার্কিন কর্তৃপক্ষ প্রবল শক্তি প্রয়োগেই তা দমন করতো। অথচ হংকংয়ের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। এটা সুস্পষ্ট দ্বৈতনীতি ছাড়া আর কিছু নয়।

মুখপাত্র আরও বলেন, হংকংয়ে চরম হিংসাত্মক তত্পরতা প্রায় দুই মাস ধরে চলছে। এতে চীনের এই অঞ্চলটির অর্থনীতির মারাত্মক ক্ষতি হচ্ছে এবং নাগরিকদের জানমাল হুমকির মুখে পড়েছে। অথচ যুক্তরাষ্ট্রের একশ্রেণির রাজনীতিবিদ এই হিংসাত্মক তত্পরতাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছেন। এ থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্র হংকংয়ের চরমপন্থিদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক কমিটির চেয়ারম্যান এলিঅট এঞ্জেল একং প্রতিনিধি পরিষদের সদস্য মাইকেল ম্যাকাউল এক বিবৃতিতে হংকংয়ের চরমপন্থিদের 'অসাধারণ সাহস'-এর প্রশংসা করেন। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040