সিছুয়ান প্রদেশে 'শিল্পের মাধ্যমে দারিদ্র্যবিমোচন কর্মসম্মেলন' অনুষ্ঠিত
  2019-09-02 11:35:45  cri
সেপ্টেম্বর ২: গতকাল (রোববার) চীনের সিছুয়ান প্রদেশের কুয়াংইউয়ান শহরে অনুষ্ঠিত হয় 'শিল্পের মাধ্যমে দারিদ্র্যবিমোচন কর্মসম্মেলন'। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্যবিমোচন উন্নয়ন নেতৃত্ব গ্রুপের প্রধান হু ছুন হুয়া সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে তিনি বলেন, দারিদ্র্যবিমোচন সম্বন্ধে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর ধারণা এবং সিপিসি ও রাষ্ট্রীয় পরিষদের নির্দেশনা অনুযায়ী, দরিদ্র অঞ্চলগুলোকে শিল্পের মাধ্যমে দারিদ্র্যমুক্ত করতে হবে।

হু ছুন হুয়া বলেন, নতুন নতুন শিল্পের প্রতিষ্ঠা হচ্ছে দারিদ্র্যমুক্তির প্রধান উপায়। বৈশিষ্ট্যময় ও শ্রেষ্ঠ মানের গ্রামীণ শিল্প উন্নয়ন করতে হবে, বিভিন্ন জায়গার বৈশিষ্ট্য অনুযায়ী আধুনিক কৃষিশিল্প উন্নয়ন করতে হবে, এবং জেলা পর্যায়ে অর্থনীতির উন্নয়ন-প্রক্রিয়ার গতি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সহায়কনীতিমালা গ্রহণ করতে হবে, দরিদ্র এলাকার ব্যবসা-পরিবেশ উন্নত করতে হবে, শিল্পের অবকাঠামো উন্নত করতে হবে, এবং দরিদ্র জেলার শ্রমিকদের প্রশিক্ষণ-কার্যক্রম জোরদার করতে হবে। (শুয়েই/আলিম/লাবন্য)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040