সহিংস তত্পরতার নিন্দা জানালো হংকংয়ের স্থানীয় সরকার
  2019-09-02 10:58:37  cri
সেপ্টেম্বর ২: হংকং আন্তর্জাতিক বিমানবন্দর ও হংকং সাবওয়ে স্টেশনে চরমপন্থিদের রোববারের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে হংকংয়ের স্থানীয় সরকার। স্থানীয় সরকারের জনৈক মুখপাত্র এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, বিমানপথে ও রেলপথে নাগরিকদের যাতায়াতে বাধা সৃষ্টির যে-কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। অথচ রোববার বিক্ষোভকারীরা সে-নিষেধাজ্ঞা অমান্য করে বিমানবন্দরে অগ্নিসংযোগ করে। এতে বিমানের যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হন। কিছু সহিংস বিক্ষোভকারী হংকং রেলওয়ে স্টেশনেও ধ্বংসযজ্ঞ চালায়। এর ফলে রেল চলাচল বাধাগ্রস্ত হয়। এসময় বিক্ষোভকারীরা যাত্রীদের মারধর করে এবং জাতীয় পতাকা আগুনে পোড়ায়। হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার সহিংস বিক্ষোভকারীদের এহেন ধ্বংসাত্মক ও অবৈধ আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।

মুখপাত্র আরও বলেন, বিক্ষোভকারীরা যাত্রীসাধারণ ও নাগরিকদের কথা বিবেচনা না-করে সহিংস তত্পরতা চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় হংকং পুলিশ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবে। (শুয়েই/আলিম/লাবন্য)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040